।। প্রার্থনা ।।
~সংঘমিত্রা কর্মকার
হে সৃষ্টিকর্তা,
তোমার সৃষ্টিরাজ্যে অবিরাম বর্ষিত মৃত্যুবাণ।
দাঁড়াও তুমি বর্মসম, মৃত্যুঞ্জয়ী সুধা হাতে।
তামসীর জটাজাল ছিন্ন করে
এসো আলোকের ঝর্…
।। প্রার্থনা ।।
~সংঘমিত্রা কর্মকার
হে সৃষ্টিকর্তা,
তোমার সৃষ্টিরাজ্যে অবিরাম বর্ষিত মৃত্যুবাণ।
দাঁড়াও তুমি বর্মসম, মৃত্যুঞ্জয়ী সুধা হাতে।
তামসীর জটাজাল ছিন্ন করে
এসো আলোকের ঝর্ণাধারায়,
সিঞ্চিত করো তোমার সন্তানদের।
তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
আজ বড়ো অসহায়।
বেঁচে থাকার প্রবল ইচ্ছে,
প্রতিনিয়ত হার মানে
অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কাছে।
বিবর্ণ জীবনের বিষন্ন দীপশিখাটি
প্রজ্জ্বলিত কর সায়াহ্নের অন্তিম লগ্নে।
পূর্ণ কর জীবনের ভিক্ষাপাত্রখানি
ঊষসীর স্নিগ্ধ আলোয়।