| পরম পবিত্র সূর্য |
© অতনু নন্দী
সময়ের কাছে খুব সযত্নে সাজিয়ে রাখি তোমাকে, বটগাছের মতো ছায়া, বৈশাখের প্রখর দুপুরে তুমি আমাদের ছাতা হয়ে থাকো |
প্রবহমাণ দিনাতিপাতের রেকাবি তে
বৃষ্টি কে তুমি মাথা পেতে নাও |
খালি-পা, জীবন…
© অতনু নন্দী
সময়ের কাছে খুব সযত্নে সাজিয়ে রাখি তোমাকে, বটগাছের মতো ছায়া, বৈশাখের প্রখর দুপুরে তুমি আমাদের ছাতা হয়ে থাকো |
প্রবহমাণ দিনাতিপাতের রেকাবি তে
বৃষ্টি কে তুমি মাথা পেতে নাও |
খালি-পা, জীবন যুদ্ধের কন্টকময় রাস্তা তে তুমি হেঁটে যাও খালি পায়ে,
কাঁটার আঘাত থেকে তুমি আড়াল করে রেখেছো আমাদের, তোমার জন্য নতুন কোনো দিবস মনে সাজিয়ে রাখিনি আমি...
প্রখর রোদ, ভরা শ্রাবনের বৃষ্টি, যে মাথা পেতে নিয়ে, ছাতা হয়ে থাকে তার জন্য নতুন কোনো দিবসের দরকার পড়ে না,
বিষন্নতা কে মুছিয়ে দাও তুমি তোমার কাঁধে র গামছা দিয়ে, নবান্নের নতুন ধান এনে তুমি গোলা ভরে তোলো, তুমি হলে আমার কাছে পরম পবিত্র সূর্য |

