বলয় গ্রাস
অঞ্জনা চক্রবর্তী
ভানু থেকে যখন নামে বিষের বাষ্প রথে,
পৃথিবীকে করে দূষিত , বিবেক বর্জিত,
সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছে মূল্য বোধ
পুতুল বন্দী পার্থেনিয়াম, জুঁই কদমের বদলে
বাতাসের গায়ে অপরাধের নিকোটিন নে…
বলয় গ্রাস
অঞ্জনা চক্রবর্তী
ভানু থেকে যখন নামে বিষের বাষ্প রথে,
পৃথিবীকে করে দূষিত , বিবেক বর্জিত,
সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছে মূল্য বোধ
পুতুল বন্দী পার্থেনিয়াম, জুঁই কদমের বদলে
বাতাসের গায়ে অপরাধের নিকোটিন নেমে
ইলেক্ট্রন প্রোটন কেও করছে ক্ষয়িষ্ণু দিন দিন----
ঘাড়ের উপর হাসছে তাসের জোকার, মনুষ্যত্ব বিহীন
সুখ খুঁজছে মানুষ ওরাল সেক্সের মাধ্যমে...
ফরমালিনের মিটারে ফুটপাথ থেকে রাজপথে |
পেলব চন্দ্রিমা কালিমা হয়ে আসে ছায়াপথে...
গ্রাস করবে ভানুর কদর্য রূপকে |সেই প্রত্যয়ে
আজ সে রক্তাক্ত আঁখিতে.... স্বচ্ছ ধারায় ভেজাবে
ঢেকে দেবে উদিত হাঙ্গর সম ভানুকে
বল প্রভাবে ____
কুলষিত মুক্ত হোক সূর্য , দেয় যেন উষ্ণতা আলো
চন্দ্রিমার সহচর্যে স্বচ্ছতায় ফিরে আসুক সে...
কালগোখরোর চামড়া ছেড়ে জেগে উঠুক তার
আত্মদহন
ফিনিক্স পাখি হয়ে আবার হোক তার বিচরণ
কাব্য মাঝে , কৃষ্টিতে ,
আত্মহনন.... পরে |
