দৈনিক প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম - জীবনযুদ্ধে ঈশ্বর
কলম-আব্দুল রহিম
তারিখ-২১/০৬/২০২০
-----------"----------------------------------------------------
মোমের শিখা জ্বলে নিভে
ঈশ্বর কাঁদে ফুটপাতে
মানুষ ছোটে কোলাঘাটে।।
…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম - জীবনযুদ্ধে ঈশ্বর
কলম-আব্দুল রহিম
তারিখ-২১/০৬/২০২০
-----------"----------------------------------------------------
মোমের শিখা জ্বলে নিভে
ঈশ্বর কাঁদে ফুটপাতে
মানুষ ছোটে কোলাঘাটে।।
পিছুপিছু হাঁটে রাবণ ছায়া
জীবনটা আজ আর জীবন না
কালো বাজারের মহামায়া।।
মুখোশের নীচে মানুষ ঈশ্বর খোঁজে
কিন্তু কেউ কি হাত রাখে
বুক পকেটের সুপ্ত ভাঁজে
শঙ্খচিল উড়ে বেড়ায় খোলা আকাশে
কিন্তু মানুষের আর্তনাদ ভাসে বাতাসে
জীবন মানে মিথ্যা শুধু স্বার্থের অবকাশে।।
মন্দির মসজিদের মাঝে আজ জনশূনতা
সকাল সন্ধে হয় কি দুই মায়ের আরাধনা
আজ শুধু কল্পনা আর শকুনের মিথ্যা কান্না।।
আজ মেঘ বালিকার টানে তাকায় আকাশ পানে
কিন্তু ধৈর্য্য সততা আশা ভালোবাসা নেই অন্ধ মনে
তার মাশুল চাষী কুমোর কামারের রক্তে পূরণ করে।
পৃথিবী আজ ভিক্ষার থালা হাতে ঘোরে
কিন্তু কজন সৃষ্টির সৃষ্টকে মনে করে
সবাই নিজ স্বার্থের দৌড়ে মুখোশ পরে।।
তবু পোড়া ভাত রুটির জন্য ওঠে হা অন্ন
মানুষ তোমাদের বিবেক বিবেচনা ধন্য
হে ঈশ্বর মানুষ বলে তুমিই দোষী
হে ঈশ্বর সব নাকি তোমারি কর্মকান্ড।।
মানুষ হয়তো কালের স্রোতে আজ গুলিয়ে ফেলে
জীবন মানে কিছু শিক্ষা তার মাঝে কিছু পরীক্ষা
তোমাকে ঈশ্বর প্রদান করেছে বিবেক বিবেচনা
জীবন মানে নয় অন্ধ কল্পনা জীবন মানে যুদ্ধ।।।
---------------------------------------------------------------
রচনাকাল-১৯/০৬/২০২০
পলাশী,নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারত

