Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভালোবাসার ডায়েরি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা

এডমিন_পোস্ট

প্রতিযোগিতা পর্ব :-০৬ এর ফলাফলঃ
তাং ২৬-০৬-২০ ইং
♥♥♥♥♥♥♥♥♥♥♥

সুপ্রিয় কবিবন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্যতিক্রমধর্মী সাহিত্য সংগঠন "ভালোবাসার ডায়েরী" এর সাহিত্যের শুদ্ধতার অভিযানের মহৎ লক্ষ্য ন…


এডমিন_পোস্ট

প্রতিযোগিতা পর্ব :-০৬ এর ফলাফলঃ
তাং ২৬-০৬-২০ ইং
♥♥♥♥♥♥♥♥♥♥♥

সুপ্রিয় কবিবন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্যতিক্রমধর্মী সাহিত্য সংগঠন "ভালোবাসার ডায়েরী" এর সাহিত্যের শুদ্ধতার অভিযানের মহৎ লক্ষ্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে সাপ্তাহিক ছড়া/কবিতা প্রতিযোগিতার অায়োজন করে অাসছি। তারই ফলশ্রুতিতে সকল কবিদের পোস্টকৃত কবিতা চুলচেরা বিশ্লেষণ করে বিজ্ঞ বিচারকেরা ফলাফল তৈরি করেছেন, যা এইমাত্র প্রচারবিভাগে এসেছে। আমরা সব সময় নির্ভুল লেখাকে মূল্যায়ন করে থাকি, সে হিসেবে আমাদের ফলাফলে অনেক কবিদের লেখা বিজয়ী হয়নি বলে মন খারাপ করার কিছু নেই; ধীরে ধীরে ভুলগুলো শুধরিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সাহিত্যের শুদ্ধতার বিষয়ে সহযোগিতা করার জন্য "ভালোবাসার ডায়েরী " সর্বদা আপনাদের পাশে আছে।

বিজয়ী সম্মাননা সনদ ধারাবাহিকভাবে নীচে দেয় হলো৷

------------------------

শুভেচ্ছান্তে:-
রমানাথ নিশি
প্রতিষ্ঠাতা ভালোবাসার ডায়েরী সাহিত্য পরিষদ