অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা:-নং:-১৩
বিষয়:-"মন খারাপের বর্ষা"
বিভাগ:-অনুগল্প
অনুগল্পের শিরোনাম:-" হারিয়ে যাওয়া বর্ষা"
গল্পকার:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-১২/০৬/২০২০
------------------…
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা:-নং:-১৩
বিষয়:-"মন খারাপের বর্ষা"
বিভাগ:-অনুগল্প
অনুগল্পের শিরোনাম:-" হারিয়ে যাওয়া বর্ষা"
গল্পকার:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-১২/০৬/২০২০
---------------------------- -
হারিয়ে যাওয়া বর্ষা
আকাশে বর্ষার কালো মেঘের ঘনঘটা দেখলেই শ্রাবনীর বুকের ভেতরটা ভাঙতে শুরু করে, যতই বাইরে বৃষ্টিধারা অবিরাম হতে থাকে, ততই শ্রাবণীর চোখের জলের মাত্রা বাড়তে থাকে, বুকের ভেতরটা ভেঙে খানখান হতে থাকে, যে বর্ষার আষাঢ় শ্রাবণের ধারা চোখ চেয়ে দেখতে পাওয়ার জন্য মন ব্যাকুল করত এক সময়, এখন আর করে না, বিগত পাঁচ বছর ধরে, ------ জীবনের সব সুখ স্বপ্নটাই এই ঘোর বর্ষার দিনে কেড়ে নিয়ে চলে গেল, ---- ছন্দ টাই নষ্ট হয়ে গেল, এত আঘাত-------------- শুরুতেই।
প্রেমিক আলোক, সুদর্শন, মনে পড়ে আসানসোলের এক গানের আসরে প্রথম আলাপ, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত, সদ্য কলেজের পড়া শেষ হয়েছে, চাকরির চেষ্টায় রয়েছে, শ্রাবণী ও গানের জগতের মেয়ে, কলেজের পড়া চলছে------ দুইজনের পরিচয় থেকে ভালোলাগা, তারপর ভালোবাসা,---
আলোক:- জানো শ্রাবণী, তোমাকে ছাড়া আমি এক দন্ড থাকতে পারিনা, সব সময় তোমার কথা,---------
শ্রাবণী :- আমিও আলোক, আমার মনেতে সব সময় থাকো তুমি, ------দিনে, রাতে, স্বয়নে, স্বপনে----
আলোক:-শ্রাবণী, তোমাকে পেতে গেলে আমার একটা চাকরির খুবই দরকার, খুব তাড়াতাড়ি, আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, চাকরি নাই, লাখ লাখ বেকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, জানো তো আমাদের পরিবারের আর্থিক অবস্থা ততো ভালো নয়, মা রয়েছেন বিছানায় পঙ্গু হয়ে-----
শ্রাবণী :-আলোক তুমি চেষ্টা চালিয়ে যাও, আমিও চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, জীবনটা সংগ্রামের ----আমাদের কর্ম, স্বপ্ন -একসাথে দুইজনের----------- --------
আলোক:- হ্যালো, শ্রাবণী, আমি চাকরি পেয়েছি, তিন মাস আগে ইন্টারভিউ দিয়েছিলাম, ইসিএল কোম্পানিতে, পোস্টিং দিয়েছে ধানবাদে, আমি বিকেলে চিরকুন্ডায় তোমাদের বাড়িতে আসছি, মোটরসাইকেলে-------মনে হচ্ছে এবার আমাদের স্বপ্ন পূরণ হবে।
শ্রাবণী:-সাবধানে এসো, সকাল থেকে শ্রাবণের ধারা ---- চলছে------এরপর ---অপেক্ষা, শুধুই অপেক্ষা--স্থানীয় থানা থেকে পুলিশের ফোন,--- ------আলোক আর নেই, জিটি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায়-----সব শেষ।
শব্দ সংখ্যা:-২৫০টি/কমবেশি/
🌹সেরার সেরা গল্পকার🌹
