অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা, পর্ব নং ১৩
বিষয় মন খারাপের বর্ষা
শিরোনাম একটু রোদ খুঁজি
কবিতা ডঃ রমলা মুখার্জী
ঝিরি ঝিরি বৃষ্টি এল ভোর আকাশে ওই-
গভীর গহন রাতের পরে রোদের দেখা কই?
দুঃখ আর অশ্রু দি…
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা, পর্ব নং ১৩
বিষয় মন খারাপের বর্ষা
শিরোনাম একটু রোদ খুঁজি
কবিতা ডঃ রমলা মুখার্জী
ঝিরি ঝিরি বৃষ্টি এল ভোর আকাশে ওই-
গভীর গহন রাতের পরে রোদের দেখা কই?
দুঃখ আর অশ্রু দিয়ে এ ললাট লিখন লেখা
ভেবেছিলাম আজকে ভোরে পাবো রোদের দেখা।
নয়নাশ্রুতে মিশল এসে বর্ষার বারিধারা-
ঘনঘোর এই বরিষণে আমি যে তুমি হারা।
আমার দুঃখ তিমির মাঝে হারিয়ে খুঁজি রোদ্দুর.....
কি জানি তুমি আসবে কখন কোথায় আছো কদ্দুর?
হঠাৎ দেখি আঁধার চিরে আকাশ আলোয় আঁকা...
সাত-রঙা রামধনুটা উঠেছে খ'এ বাঁকা।
ব্যথার সাগর পার হয়ে তবে কি আসবে সুখ-
তোমার আসার আশায় আশায় আষাঢ়ে বেঁধেছি বুক।
🌹সেরার সেরা কলম সন্মান🌹
