Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার  সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩ বিষয় -মন খারাপের বর্ষা  শিরোনাম -বিরহ প্লাবন  কলমে তমা কর্মকার  তারিখ -১০ ৬ ২০২০
আমার একলা আকাশে মেঘ করেছে  বইছে বারী ধারা  বিষণ্ণ মনে বসে আছি আমি সাথী হারা  যে বাতায়ন…


অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার 
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
বিষয় -মন খারাপের বর্ষা 
শিরোনাম -বিরহ প্লাবন 
কলমে তমা কর্মকার 
তারিখ -১০ ৬ ২০২০

আমার একলা আকাশে মেঘ করেছে 
বইছে বারী ধারা 
বিষণ্ণ মনে বসে আছি আমি সাথী হারা 
যে বাতায়নে বসে করেছি সুখে আলাপন 
সে বাতায়নে একা বসে আজ কাটে আমার সারাক্ষন |
যে বর্ষা এসে মিটিয়ে ছিলো দুজননারি শীতল হবার আশা 
সে আজও ফিরে আসে হয়ে আমার মন খারাপের বর্ষা |
নূপুর পরে জলের ছন্দে তুলতে তুমি কত নুতুন নাচ  
উঠুনটাতে আজও আছে তোমার শখের কৃষ্ণচূড়া গাছ 
বর্ষায় তোমার ভিজতো খোপা ভিজতো সারা গা 
বাড়ীর উঠুন তেমনি আছে সেথায় পড়েনা তোমার আলতা পরা পা|
সন্ধ্যা বেলায় জ্বলেনা সন্ধ্যা প্রদীপ তুলসী মঞ্চ পরে 
আমায় একলা পেয়ে বিষণ্ণতা  জড়িয়ে ধরে 
মেঘলা দিনে অকারণে মন খারাপের বর্ষা ঝরে পরে 
যা যায় তা আসে ফিরে শুধু  তুমিই আসোনা সশরীরে |
আষাঢ় শ্রাবনের বারী সুধা করেছো পান 
তাইতো বিনিময়ে দান করেছো বিরহ প্লাবন 
বর্ষার জলে যখন নদী নালা ভরে করে
 থৈ থৈ 
তখনই আমার মন খারাপের বর্ষা বলে ওঠে ওরে তোর সাথী কৈ |
নেই তার প্রশ্নের কোনো জবাব আমার কাছে 
তুমিই বলো সাথী হীন একলা জীবনে কেমনে প্রাণ বাঁচে 
আবার যখন আসবে ফিরে আষাঢ় শ্রাবন 
বিরহ বেদন ঘুচিয়ে ফিরিয়ে দিও আমার খুশির প্লাবন |


🌹সেরা কলম সন্মান 🌹