Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলের মধ্যেই একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মাতঙ্গিনী ব্লক এর ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউ এর বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ জানালেন দলেরই একাংশ।

দিন দিন বেড়েই চলেছে জেলায় আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ- দুর্নীতির অভিযোগের সংখ্যা। এতদিন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয…


শহীদ মাতঙ্গিনী ব্লক এর ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউ এর বিরুদ্ধে জেলা শাসকের কাছে নালিশ জানালেন দলেরই একাংশ।

দিন দিন বেড়েই চলেছে জেলায় আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ- দুর্নীতির অভিযোগের সংখ্যা। এতদিন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলগুলি।সম্প্রতি তৃণমূলের একাংশ নেতাকর্মীরাই দলের অন্য অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন প্রকাশ্যে।

ঘুর্নিঝড়ে ক্ষতিপুরন নিয়ে এবার তৃনমুল পরিচালিত পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন ওই পঞ্চায়েত সমিতির কয়েকজন পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের নেতৃত্বরা ।
তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউ নিজের দোতলাবাড়ির ক্ষতিপুরন হিসেবে ছেলের নামে টাকা পেয়েছেন এমনকি পাশের গ্রামের এক আত্মীয়কেও ক্ষতিপুরনের টাকা পাইয়ে দিয়েছেন। বিষয়টি সামনে আসার পর ওই পঞ্চায়েত সমিতির সদস্য সহ কর্মাধ্যক্ষ থেকে একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমনকি ওই অভিযোগপত্র মুখ্যমন্ত্রীসহ মুখ্যসচিবকেও পাঠিয়েছেন। তবে ওই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভা সাউয়ের বক্তব্য, ভুল করে তালিকায় নাম চলে এসেছিল। জানতে পেরে তিনি সেই টাকা বিডিওর কাছে ফেরতও দিয়ে দিয়েছেন।