Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বজন পোষনের অভিযোগে ফের উত্তপ্ত পটাশপুর

ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে এগরা- বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর ১ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার় রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখালেন গ্ৰামের বাসিন্দারা।এই ঘটনার খবর পে…


ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে এগরা- বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর ১ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার় রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখালেন গ্ৰামের বাসিন্দারা।এই ঘটনার খবর পেয়ে পটাশপুর ২ পঞ্চায়েতের সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে এলে বিক্ষোকারীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।এরপর পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক সেক আকতার আলি ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের।এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।তবে এই ঘটনার জেরে বেশকয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে।