আত্মবিশ্বাস ।
***************
প্রবীর রায়।
**************
তারিখ : 13/07/2020.
***********************
দুঃখ আছে ,
সুখও আছে ,
এই নিয়েই ,
জীবনের সব গল্প।
স্বপ্ন আছে ,
আশাও আছে ,
তা নিয়েই ,
বেচেঁ থাকার মর্ম ।
ভাললাগা আছে,
ভালবাসাও আছ…
আত্মবিশ্বাস ।
***************
প্রবীর রায়।
**************
তারিখ : 13/07/2020.
***********************
দুঃখ আছে ,
সুখও আছে ,
এই নিয়েই ,
জীবনের সব গল্প।
স্বপ্ন আছে ,
আশাও আছে ,
তা নিয়েই ,
বেচেঁ থাকার মর্ম ।
ভাললাগা আছে,
ভালবাসাও আছে,
তাই তো,
পৃথিবী এতো সুন্দর।
আকাশ আছে ,
বাতাসও বইছে ,
তা নিয়েই,
পৃথিবী আজও স্বর্গ ।
আলো আছে,
আঁধারও আছে,
তাই তো ,
বেঁচে থাকার অর্থ।
ভয় আছে,
আতঙ্ক আছে,
তাও আছে,
মনে দৃঢ় সংকল্প।
জন্ম আছে,
মৃত্যুও আছে ,
তা নিয়েই,
ভীত হয়েও আনন্দ।