Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৭
গদ্য কবিতা
কবিতা  স্পর্ধা
লেখক  সঞ্জিত মণ্ডল
তারিখ ০৭/০৭/২০২০
সঞ্জিতের কবিতা  স্পর্ধা
দলিত হয়ে ঘোড়ায় চড়া! এতো সাহস কোথায় পেলি?
জাত বেজাতের বিধিনিষেধ এক্কেবারে ভুলেই গেলি!
ধর্ম আঁকড়ে আছে সমাজ বড়ো জাত…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৭
গদ্য কবিতা
কবিতা  স্পর্ধা
লেখক  সঞ্জিত মণ্ডল
তারিখ ০৭/০৭/২০২০
সঞ্জিতের কবিতা  স্পর্ধা
দলিত হয়ে ঘোড়ায় চড়া! এতো সাহস কোথায় পেলি?
জাত বেজাতের বিধিনিষেধ এক্কেবারে ভুলেই গেলি!
ধর্ম আঁকড়ে আছে সমাজ বড়ো জাতের চোখ রাঙানি,
ঘোড়ায় চড়া অধর্মইতো নীচু দলিত কী পাগলামি!

এফোঁড়ওফোঁড় হয়েই যাবি বর্শা নয়তো তরবারি,
শখ দেখাবি দলিত তোরা ভাঙবো তোদের জারিজুরি।
হয়তো ঝাঁঝরা হয়েই যাবি ঘোড়ায় চড়ার শাস্তি পাবি,
ছোট জাতের বেয়াদবি সহ্য করবো, মারবো লাথি।

উচ্চবর্গের অত্যাচারে কতো মানুষ ধর্ম ছাড়ে-
লাঞ্ছনা আর নির্যাতনে কাউকে আবার পুড়িয়ে মারে।
ধর্ম নাকি অধর্ম সে মানুষ এতো হিংসা করে!
মানবতার অপমানে কিসের পুজো  কে গড় করে।

কার অধিকার কতোটুকু কি জানি কে বিচার করে-
দলিত নারী মিষ্টি মধু রাত্তিরেতে সবাই চাখে।
দিনের আলোয় বর্ণচোরা রাত্তিরেতে চুপিসাড়ে,
দলিতকে ধর্ষণ করে আগুন জ্বেলে পুড়িয়ে মারে।

একটা ফ্লয়েড মরলো বলে ঝাঁপিয়ে পড়ে বিশ্বলোকে,
লক্ষ দলিত পুড়িয়ে মারে সবাই তো মুখ ঘুরিয়ে থাকে!
বাস্তবে তাই দেখছি আঘাত চাবুক চলে দলিত পিঠে,
জুতো মেরে সিধে করে উচ্চবর্ণের গুরু বটে!

দলিত গ্রামে শৌচাগার নেই বাধ্য সবাই উদোম হতে-
বর্ণগুরু উঁকি মারে যা দেখতে চায় সবই দেখে।
গোঁফ রাখতে আছে মানা চূণকালি দেয় যখন তখন,
ক্ষমা চাওয়ায় চুল কেটে নেয় সুযোগ পেলেই  ধর্ষণ করে।

সাদার দেশে কালো যেমন বৈষম্যের ফাঁদে পড়ে
আমার দেশেও নিম্নবর্গ রোজ লাথি খায় মারাও পড়ে।
বিশ্বপিতার এই পৃথিবী আকাশ যানে বেরিয়ে পড়ে-
গরীব দলিত নিম্নবর্গ অন্ধকারে হাতড়ে মরে।।
কপিরাইট @সঞ্জিত মণ্ডল ০৭/০৭/২০২০