Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৭
বিষয়- গদ্যকবিতা
      অর্গলবন্দি অস্তিত্ব
           প্রদীপ সেন
তারিখ- ১৬/০৭/২০

স্বনির্মিত প্রাসাদে নিজেকে সম্রাট ভেবে
কামিনী-কাঞ্চনে বুঁদ হয়ে আছি নেশায়।
আমার নিজস্ব সাম্রাজ্যের অধীশ্বর আমি নিজেই।


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৭
বিষয়- গদ্যকবিতা
      অর্গলবন্দি অস্তিত্ব
           প্রদীপ সেন
তারিখ- ১৬/০৭/২০

স্বনির্মিত প্রাসাদে নিজেকে সম্রাট ভেবে
কামিনী-কাঞ্চনে বুঁদ হয়ে আছি নেশায়।
আমার নিজস্ব সাম্রাজ্যের অধীশ্বর আমি নিজেই।
সে এক অদ্ভুত মাদকতা, ভোগে আর আনন্দে।
ছয়টা প্রকোষ্ঠ নিয়ে আমার নির্মক্ষিক প্রাসাদ।
ছয় দ্বারে ছয় দ্বৈবারিক, আমি আছি মধ্যমণি হয়ে।
ইন্দ্রিয়ের অণু পরমাণু ভোগে ভোগে সম্পৃক্ত।
চোখে যে ভোগের ছানি পড়ে আছে গাঢ় হয়ে
বুঝতেই পারি না যে আমি স্বেচ্ছাবন্দী হয়ে আছি।
ছয় দ্বৈবারিক অর্গল এঁটে আমাকে ভুলিয়ে রেখেছে।
ধীরে ধীরে দরজার ফাঁক গলে একটু আলোর প্রবেশ
মন চায় সিংহাসন ছেড়ে অর্গল খুলে বেরিয়ে আসি।
বুঝলাম ছয় দ্বৈবারিক ছয় রিপু হয়ে ঘিরেছে আমায়
চেতনার কুরুক্ষেত্রে আমি যেন রথীবেষ্টিত অভিমন্যু।
বিবেক-গান্ডীব তুলে আমি আজ রিপুসংহারক।
ষড় রিপু বধ করে অর্গল খুলে বেরিয়ে আসতে হবে
বাইরের মুক্ত আলো মুক্ত বাতাস ডাকছে আমায়।