সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৫
বিষয় - মজার ছড়া
দিদি ও খুকু
মেশকাতুন নাহার
৩০/০৬/২০২০
দিদির সাথে খুকু খেলে
সারাটা দিন ধরে
পুতুল খেলে খুকু দিদি
মনের মতো ঘরে।
কখনো ভাব কখনো রাগ
দিদির কথা মানে
কেঁদে হেসে সময় কাটে
দিদি সেরা জানে।
রাত…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৫
বিষয় - মজার ছড়া
দিদি ও খুকু
মেশকাতুন নাহার
৩০/০৬/২০২০
দিদির সাথে খুকু খেলে
সারাটা দিন ধরে
পুতুল খেলে খুকু দিদি
মনের মতো ঘরে।
কখনো ভাব কখনো রাগ
দিদির কথা মানে
কেঁদে হেসে সময় কাটে
দিদি সেরা জানে।
রাত্রি শেষে প্রভাত হলে
শুরু করে খেলা
আজকে ভাবে দিদির সাথে
যাবে বোশেখ মেলা।
আলতা পায়ে খুকু সাজে
নতুন জুতা পায়ে
হলুদ জামা পরে খুকু
হেঁটে যাবে গাঁয়ে।
দিন ঘনিয়ে অবশেষে
চাঁদের আলো এসে
দিদি খুকু রাতের ঘোরে
চলে ঘুমের দেশে।