Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনী সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব:- ১৮
বিষয় --- অনুগল্প

শিরোনাম :------একটু তৃষ্ণার জল

     কলমে :---       শিবানী গুপ্ত

গরম খিঁচুড়ি থেকে ধোঁয়া উঠছে--
মঞ্জুলা দু'খানা বেগুনী শাশুড়ির পাতে দিতে গিয়ে-- বিস্মিত---ওকি মা!এখনো হাত দ…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব:- ১৮
বিষয় --- অনুগল্প

শিরোনাম :------একটু তৃষ্ণার জল

     কলমে :---       শিবানী গুপ্ত

গরম খিঁচুড়ি থেকে ধোঁয়া উঠছে--
মঞ্জুলা দু'খানা বেগুনী শাশুড়ির পাতে দিতে গিয়ে-- বিস্মিত---ওকি মা!এখনো হাত দিচ্ছেন না,জুড়িয়ে যাবে যে!
জীর্ণ হাড্ডিসার জ্ঞানদা ফুঁপিয়ে-- ওঠেন,'মানুটা কত্তো কইরে-- বইলেছিল,এট্টুনি পেরসাদ নি- যেতে,,ওরে- আসতি দেয় নাই,হা-পিত‍্যেশ  কইরে বইস‍্যে থাকবে--'

-'ওমা!সেজন‍্যি বুঝি খাচ্ছেন না,আমি মানুর জন‍্যে প্রসাদ  পাঠিয়ে দেবোমা- ।

জ্ঞানদা বলেন,' কিন্তু- ওর- মা'টি,ওর মুখ পিইঞ্জে দিবে, পেরসাদ খেতে দিবেনি, রাক্ষুসী-  বইলেছে,,তোরা নাকি ষড় করে-পেরসাদে  বিষ দিতে পারিস-।

মঞ্জুলা স্তম্ভিত শুনে, ,শাশুড়িকে দেখে ভারী মায়া হয়।
স্মৃতির পাতা ওড়ে--এই জ্ঞানদা সুন্দরী লাল কস্তাপেড়ে গরদ পড়ে কাঙালীভোজন করাতেন, গা' অলঙ্কারময়, যেন সাক্ষাৎ  মা জগদম্বা!
শ্বশুরের আকস্মিক মৃত‍্যুতে একলহমাতে সংসারে ওলট-পালট।
সংসার রঙ্গমঞ্চে কত নাটক!
বিচক্ষণ শ্বশুর যাবতীয় সম্পত্তি কিন্তু জ্ঞানদার নামেই-  উইল করেছিলেন ।
  শ্রাদ্ধাদি শেষে আকস্মিক ভাবেই ছেলে-বৌয়েরা-- জ্ঞানদার প্রতি- অতিমাত্রায় যত্নশীল হতে,জ্ঞানদাও- হতবাক্।
বড়বৌমা মাথায় তেল ঘষতে বসলো, তো ,মেজ ছুটে- এলো,'ওমা, রাবড়িটুকু খেয়ে ফেলুন তো,আপনার- ছেলেএনেছে।
সেজবৌআহ্লাদে গলে একটা প‍্যাকেট মেলে ধরে,এই- দুধসাদা গরদটা আপনার সেজো ছেলে আনলো,এটা- পরেই পূজো দেবেন কিন্তু-মা।
একমাত্র ছোট ছেলে বেনু ব‍্যতিক্রম-বিলক্ষণ টেরপাচ্ছে
সবার মতলব, মাকে ফুঁসলিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়া।
শাশুড়িকে নিয়ে এই ছলনায় বেনুর বৌ মঞ্জুলাও ব‍্যথিত।
অনেক বাকবিতন্ডাতে ছেলেরা সব পৃথক হতে ,জ্ঞানদাও  দু'মাস করে ভাগ হলেন।
বেনু শুধু পুরনো বাড়ির কোনেই পড়ে থাকল,টাকাকড়ির ভাগ নিলোনা।
জ্ঞানদার সমস্ত অলঙ্কার,বীমাপলিসির টাকাও-- অন‍্য ছেলেবৌয়েরা যখন নিয়ে নিল,তারপর হতেই-- জ্ঞানদা যেন বোঝা,একাদশীর ফলটুকুওজুটেনা।

 মায়ের কষ্ট  সইতে পারল না বেনু।
মনসা পূজো উপলক্ষ‍্যে এসে উপস্থিত---,চলো মা,এবার থেকে শুধু আমার কাছেই থাকবে। মৃন্ময়ী মায়ের পূজোতে  আমার চিন্ময়ী মাকে নিয়ে যেতেই এসেছি--
জ্ঞানদার কান জুড়োয়,মরুভূমির মত ঊষর জ্বালাভরা- বুকে তার ছোটছেলে বেনু যেন একপশলা বৃষ্টি!ব‍্যথা বিদীর্ণ জীবনে- একটু তৃষ্ণার জল!


শব্দ সংখ্যা :-২৮২