দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতাঃ পর্ব-২৪
শিরোনামঃ গোসসা অঁইয়ি বউ
কলমেঃ নিজাম উদ্দিন রনি
মাত্রাবৃত্ত ছন্দঃ ৫+৫+৫+২(চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়)
তারিখঃ ১৭/০৭/২০ইং
হথা আছিল বউ-রে লই
যায়ুম ঢাহা আঁই,
চরিত-তুন ছুট্টি ন-দে
আশা অঁইয়ি…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতাঃ পর্ব-২৪
শিরোনামঃ গোসসা অঁইয়ি বউ
কলমেঃ নিজাম উদ্দিন রনি
মাত্রাবৃত্ত ছন্দঃ ৫+৫+৫+২(চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়)
তারিখঃ ১৭/০৭/২০ইং
হথা আছিল বউ-রে লই
যায়ুম ঢাহা আঁই,
চরিত-তুন ছুট্টি ন-দে
আশা অঁইয়ি ছাই।
এ হথাললে রাগি গেইয়ি
বউ ন-হার ভাত,
ওয়োস থাহি হান্দের ও
মাথাত রাহি আত।
ন ফেলাইয়ু চগুর পানি
আঁর পরাণ ধন,
তোঁয়ার হালা মুখ দেইলি
হান্দে আঁর মন।
ভুল অঁইলি মাফ গরি-দ
আঁর মিক্কে চাই,
এ জীবনত তুঁই ছারা ত
আঁর কিয়াই নাই।
চরি ইয়েন ছারি দি আঁই
তোঁয়ার মুখ চাই,
আঁয়ু দু'জন ভাত হাঁয়ে-রে
ঢাহাত চলি যাই।