Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

প্রতিযোগিতা প্রতিদিন
------------------
17/7/2020
----------
কবিতার নাম- পৃথিবীর আর্তনাদ
----------------------------------------------
কবি - রূপালী গোস্বামী
--------------------------------
চারিদিকে বিস্কোরণের বাতাবরণ নিয়ে চলছে…


প্রতিযোগিতা প্রতিদিন
------------------
17/7/2020
----------
কবিতার নাম- পৃথিবীর আর্তনাদ
----------------------------------------------
কবি - রূপালী গোস্বামী
--------------------------------
চারিদিকে বিস্কোরণের বাতাবরণ নিয়ে চলছে পৃথিবী,
লাল রক্তে ভিজেছিল তার সারা দেহ ও ধরাতল,
পাতার মধ্যে রয়েছে বারুদের টুকরো,
পুড়ে গেছে অর্ধেক পাতার অংশ।
রক্তের তিলক মানুষের কপালে,বইছে রক্তের নালা।
ধান ক্ষেতের মাঝে পড়ে থাকে ধর্ষিতা গৃহবধূর লাশ,
ধান মেলা খামারে রয়েছে সন্ত্রাসের ষড়যন্ত্র,
তাই পৃথিবীর কান্নার আর্তনাদ,সেও যেন সন্ত্রাসের আগুনে পুড়ছে,
বড় অসহায় সে,কেউ শুনতে চায় না তাঁর বাঁচার আর্তনাদ।
ভুলতে বসেছে পৃথিবীর তার কক্ষের গ্রহ নক্ষত্র কে -
পৃথিবীতে ভুলতে বসেছে ছয়টি ঋতুর কথা,
ঘটছে ঋতুরাজ বসন্তের পরিবর্তন,
হঠাৎ দাবদাহ নিয়ে এল গ্রীষ্ম,
আষাঢ় শ্রাবণে আজ বর্ষা নেই,চারদিকে অগ্নিপিণ্ড।
সঙ্গে ভয়ঙ্কর ঝড়,লেগে আছে তার তাণ্ডব।
ভয়ঙ্কর রোগ আর প্রতিদিন মৃত্যুতে মানুষের জীবন দুর্বিসহ।
পাখির মুক্ত কণ্ঠে আর গান শোনা যায় না,
ওরা যেমন কেমন বোবা হয়ে গেছে।
মানুষে মানুষে হানাহানি, আর লোভের বৃহৎখাদ,
জিনিসের আজ এত মূল্যবৃদ্ধি, মানুষের মাথায় হাত।
এমতাবস্থায় আমি  যেন ,শুনতে পাই পৃথিবীর আর্তনাদ। ।
,