Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - আমি কোন আমি নই
কলমে - সুব্রত মিত্র,কোলকাতা - ৭০০১৫২,১৭/০৭/২০২০

আমি চঞ্চল বিস্ফোরণ
আমি মাথাভাঙ্গা বিবরণ;
আমি শুভ চেতনার মুক্ত আকাশ
নিয়তির খেলায় বেলা অবেলায় হয় আমার বিসর্জন,

আমি শূন্য খাঁচ…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - আমি কোন আমি নই
কলমে - সুব্রত মিত্র,কোলকাতা - ৭০০১৫২,১৭/০৭/২০২০

আমি চঞ্চল বিস্ফোরণ
আমি মাথাভাঙ্গা বিবরণ;
আমি শুভ চেতনার মুক্ত আকাশ
নিয়তির খেলায় বেলা অবেলায় হয় আমার বিসর্জন,

আমি শূন্য খাঁচায় প্রাণপণ
বাঁচার তরে করি গমন
আমি নির্মল সমীরণের আবদার করে চলি চোখে রেখে স্বপন

সকলে তা খোঁজে না
সকলে তা বোঝে না;
ঘুম থেকে উঠে দেখি গেছে ডুবে পৃথিবী
জাগতিক ভ্রমরা জেগে হয় মতলবী

শূন্য আকাশ পথে আমি আছি ভাঙ্গা রথে
পাহাড় নগর;ধুঁকছে শহর
ভ্রান্ত পথিক;জাহাজ-নাবিক;নিঃস্ব ধরা গুনছে প্রহর,

ভাষার গায়ে অশ্লীলতার ফুল ফুটে রয়
অন্ধ তারার সনে মহা গুণী দিন গোনে
আমি ঝড় তুলে ঘর বাঁধি,তবু মরি লাজে
কত প্রাণী পারেনি সেকথা জানতে

আমি অলক্ষের প্রদীপ
নিভে গিয়েও জ্বলে উঠি মাঝেমাঝে;
অকালে পিণ্ড দিয়ে আমার নিষ্ক্রিয়তা সাধে
ভাঙা পাহাড়ের বিশল্যকরণীতে ঢেকে যায় ধরণী
সুন্দর নগরীতে জেগে থাকে প্রহরী কেবল আমিই বাদে।

আমি সামাজিক চেতনার একটা আকাট
আমি এক আশ্চর্য বিকট বোমা যার নেই আওয়াজ,
প্রতিবাদহীন হয়ে পায়ের চাপে গোবরের সাথে ছিলাম মিশে
তথাপি পেয়েছি ব্যাথা,সময় করেনি ক্ষমা

আজ আর উঠবো না এখানেই ঘুমোবো
শালিকের ঠোঁটে করে নতুন কোন ভোরে
আমি অনায়াস সহজ দ্রব্য হয়ে তাদেরই গ্রাস হবো।