Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
পর্ব -২১
বিভাগ -কবিতা

এক ঝাঁক বৃষ্টি
মালা সেন দে
১৪।৭।২০২০

রাত্রির অবসরে একঝাঁক বৃষ্টি,
হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়লো জানালার সার্সীতে ।
চোখের পাতায় তখনো নীল  রঙবাহার আঁকছিল ছবি ,
পাহাড়ি আলখাল্লায় লুকিয়ে নিজেকে


দৈনিক সেরা কলম সম্মাননা
পর্ব -২১
বিভাগ -কবিতা

এক ঝাঁক বৃষ্টি
মালা সেন দে
১৪।৭।২০২০

রাত্রির অবসরে একঝাঁক বৃষ্টি,
হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়লো জানালার সার্সীতে ।
চোখের পাতায় তখনো নীল  রঙবাহার আঁকছিল ছবি ,
পাহাড়ি আলখাল্লায় লুকিয়ে নিজেকে
ঢুকে পড়ল জন বসতিতে ।
 এবার বৃষ্টি কেবল বৃষ্টি ঝমাঝম —
বঙ্গোপসাগরী অকাল বায়ুর হানা ।
 বিভ্রান্ত চোখ দেখে ঘন ঘন লাল চোখের আস্ফালন ,
বৃষ্টি ঝরায় মত্ত উল্লাসে অবিরাম।
একাকী নির্জন বিছানায় ভিজে যাওয়া ব্যাথা ,
কান্না ঝরে  মাতাল বৃষ্টির সঙ্গমে।

ভিজে যায় যত্নে রাখা সেদিনের আলমারিটা,
জবজবে স্মৃতিরা সব হারিয়ে যায়।
 সেগুন বনের  নিবিড়  ছায়ায় আগুন লাগা শরীর ,
পুড়ছে শিরদাঁড়া , পুড়ছে সুখ
আজ বৃষ্টি ছড়িয়ে দিচ্ছে তার আদিমতা  ।
কলরব মুখর জনপদ নিঃস্তব্ধ
আজ শুধু হঠাৎ বৃষ্টির আন্দোলন।

আর একা এক ঘরে জ্বলছে সলতে পোড়া মনটা ,
একদিন এই ঘরেই অদ্ভুত লাবণ্যধারা বইতো।
গমগমে ছিল, সুখ দুঃখ হাসি কান্না,
বিবাদ রহস্য প্রেম এতো সব ছিলো।
আজ আর কোন কিছু নেই শূন্য সব,
হালকা ডানায় সব কিছু উড়ে গেলো!
ফেরেনি তো আর কোনদিন কোনকালে।
নিঃশব্দতায় আছে নিঃসঙ্গ প্রাণ এক,
শব্দহীনতায় পরিপূর্ণ বাড়ি এক,
তার মাঝখানে পুরোনো একটি প্রাণ।
শব্দহীনতাও যে মুখর হতে পারে,
জানা ছিলো না তো, সেই শুধু জানে।
বিষণ্ণ  বেহালার আলাপে প্রলাপে  মন খারাপের সুর ।

বৃষ্টির ঝাপটা আনে স্মৃতির দঙ্গল,
রুদ্ধ দরজায় কড়া নেড়ে ক্লান্ত ওরা।
উঠোনে  নেমে প্রতিবাদ করে  ঝুম বর্ষণে,
পুরোনো স্মৃতি দাঁড়ায়  বাক্সবন্দী  সারিবদ্ধ হয়ে।
একাকী বিষণ্ণ উৎসবে শেষ কান্নায়,
শেষ মোমবাতিটিও পুড়ে নিভে যায়॥