📚📚📚আমিও চাই📚📚📚
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
কলমে স্বপন কুমার সরকার।
(১৪.০৭.২০২০)
আমিও লিখতে চাই পাতা পাতা ভরে
আবেগের কথা, নির্মম বাস্তবতার কথা,অসাম্য
আর অনৈতিকতার কুৎসিত চেহারার কথা; কিন্তু
অলিখিত বেদনায় তার চ…
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
কলমে স্বপন কুমার সরকার।
(১৪.০৭.২০২০)
আমিও লিখতে চাই পাতা পাতা ভরে
আবেগের কথা, নির্মম বাস্তবতার কথা,অসাম্য
আর অনৈতিকতার কুৎসিত চেহারার কথা; কিন্তু
অলিখিত বেদনায় তার চেহারা পায় না।
আমিও আঙুল তুলে দেখাতে চাই চোখের
সামনে ঘটে যাওয়া দুর্নীতির নগ্নরূপ, রক্ষকের
ভক্ষক স্বরূপ,মিষ্টি নির্যাতন আর ক্ষমতার
অপব্যবহারের ইতিবৃত্ত;কিন্তু পিছুটান আটকায় যে!
আমিও অজুহাতগুলি গুড়িয়ে দিতে চাই, চাই
বক সন্ন্যাসীদের ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে রুখে
দাঁড়াতে; কিন্তু মাৎসান্যায় স্বরূপ দুর্বলের উপর
সবলের আগ্রাসন আমায় দগ্ধ করে বার বার্।
আমিও কবিতা লিখতে চাই,চাই শেষের কবিতার
মতো গল্প শোনাতে;চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা দেখাতে; কিন্তু পায়ের নীচের মাটিটা নরম বলেই
বোধ করি হেঁয়ালির পাত্র হই , শতেক বার।
আমিও উদাত্ত কণ্ঠে গেয়ে উঠতে চাই"বিস্তীর্ন দুপাড়ে
অসংখ্য মানুষের হাহাকার"-এর গান।শুধু পেটের দায়ে
স্বাধীনতা বিসর্জন দিয়ে পরে থাকি ভাগাড়ে; কিন্তু মন
উড়ে যেতে চায় সুদূরের আহ্বানে সাড়া দিতে।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻