Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কলম সেরা সম্মাননা
17-07-2020
বিষয় -  আগুন
কলমে - শুভব্রত ব্যানার্জি
শিরোনাম - বহ্নিশিখা

আগুন তুমি প্রখর রৌদ্র
ঐ আকাশের বুকে,
ছ্ড়াও তুমি তোমার আলো
এই জগতের পরে ।

বহ্নি শিখা সৃষ্টি ধরিত্রীর
বহ্নি জ্বালাময়,
চলার পথে তুমি ধ্বং…



দৈনিক কলম সেরা সম্মাননা
17-07-2020
বিষয় -  আগুন
কলমে - শুভব্রত ব্যানার্জি
শিরোনাম - বহ্নিশিখা

আগুন তুমি প্রখর রৌদ্র
ঐ আকাশের বুকে,
ছ্ড়াও তুমি তোমার আলো
এই জগতের পরে ।

বহ্নি শিখা সৃষ্টি ধরিত্রীর
বহ্নি জ্বালাময়,
চলার পথে তুমি ধ্বংস
তুমি স্নেহময় ।

তোমার স্পর্শে ব্যন্জন হয়
মেটে ক্ষুধার জ্বালা,
সতর্ক হীনতা পুড়িয়ে করে ছাই
মানুষের জীবন পালা।

তোমার স্থান জীবনের মাঝে
মানুষের অঙুলির ফাঁকে,
ছিটকে পড়লে ছাড়ক্ষার কর
বোঝাও তোমার স্থায়িত্বকে।

তুমি সিগারেট তুমি দেশলাই
তুমি রান্নাঘরের উনুন,
তুমি বিদ্যুত তুমি প্রবাহ
তুমি লৌহ পিণ্ড জ্বলন্ত।

মানব হৃদয়ের প্রতিজ্ঞা তুমি
তুমি প্রতিহিংসা,
তুমি ক্রোধ তুমি খুন
তুমি প্রেমময় ভালবাসা।

আগুন তুমি স্ফুলিঙ্গ নয়
তুমি বিভীষিকা,
তোমার মধ্যে আছে সৃষ্টি
তোমার মধ্যেই ক্ষরা।