দৈনিক সেরা কলম সম্মাননা (24)
বিভাগ কবিতা
কলমে গৌরাঙ্গ শর্মা
শিরোনাম 🌵🌵অভিমানী🌵🌵
ওরে প্রেমিক .......
ওর মত দস্যি মেয়ে তোর জন্যেই ঠিক ,
আমার মত নরম যারা
কিংবা ধর মুখ-চোরা
কী করে হই বলনা তোর শহরের শরিক ।
আমার ই…
বিভাগ কবিতা
কলমে গৌরাঙ্গ শর্মা
শিরোনাম 🌵🌵অভিমানী🌵🌵
ওরে প্রেমিক .......
ওর মত দস্যি মেয়ে তোর জন্যেই ঠিক ,
আমার মত নরম যারা
কিংবা ধর মুখ-চোরা
কী করে হই বলনা তোর শহরের শরিক ।
আমার ইচ্ছে মুহূর্ত গুলো
তোকে ছাড়াই মাখছে ধূলো
বেনামী সব স্বপ্ন গুলো উড়ছে এদিক ওদিক
ওরে প্রেমিক......
ওর মত ছোঁয়াচে মেয়ে তোর জন্যেই ঠিক ।
আমার মত ছাপোষা
কিংবা ধর রোগে ঠাসা
কী করে ছুঁই তোকে বল স্বপ্নে জড়াই খানিক ।
মেঘ-শ্রাবণের একলা দুপুর
আলতা পায়ে রূপোর নুপুর
একলা ভীষণ সাজতে গিয়ে আয়না যতই ভিজিয়ে দিক
ওরে প্রেমিক............
আমার মত রুগ্ন মেয়ের 'ইউথ্যানেশিয়া' ই ঠিক
ওরে প্রেমিক......
দিসনা আমায় দুমুঠো 'হোমলক' ভিখ্
হ্যা হ্যা ...
আমার মত স্বপ্ন খেকোর ....'উইথ্যানেশিয়া'ই ঠিক ।।