#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_পর্ব_১৬!
#বিভাগ_পদ্য_কবিতা!
#শিরোনাম_বিহঙ্গের_কলতান!
#কলমে_বিভাস_দাস!
#তারিখ_২০_০৭_২০২০!
#লাইন_সংখ্যা_২৪!
========================
তুচ্ছ মনে হলে পরে জীবনের কথা
কলুষতামুক্ত পৃথ্বী বিষণ্ণতাময়!
স্তব্ধ …
#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_পর্ব_১৬!
#বিভাগ_পদ্য_কবিতা!
#শিরোনাম_বিহঙ্গের_কলতান!
#কলমে_বিভাস_দাস!
#তারিখ_২০_০৭_২০২০!
#লাইন_সংখ্যা_২৪!
========================
তুচ্ছ মনে হলে পরে জীবনের কথা
কলুষতামুক্ত পৃথ্বী বিষণ্ণতাময়!
স্তব্ধ স্মরণকারী পালকের এ ব্যথা
কামনার নীল স্রোতে পরীক্ষিত ক্ষয়!!
আসে দুর্বার গতি পলকের তরে
ভোরের কুয়াশামাখা আবীর গুলাল!
প্রাণহীন স্তর শুধু ওঠানামা করে
বাসুকীর ফণা 'পরে নন্দদুলাল!!
কণ্ঠের মধুমাখা সুরে সুরে বাণী
গেয়ে যাই আদিগন্ত প্রলাপ-কথন!
বিহঙ্গের কলতানে কত কানাকানি
ঠিক যেন আলাদীন প্রদীপ-রতন!!
কলস্বরে ঘোর অমানিশার শিকার
বাসহীন পরিণাম যেন শূন্য হিয়া!
মূঢ়তার বিলাপে এ আকুল বিকার
একা একা কেঁদে চলে প্রেমহীন প্রিয়া!!
সাগরের বালুকাবেলায় কত সুরে
নিশির তন্দ্রা মাঝে-মাঝে টুটে যায়!
প্রখর গন্তব্য যেন আরও বহু দূরে
নিঃসঙ্গ বক্ষমাঝে করে হায় হায়!!
কালস্রোতে ভেসে যায় মূল্যবান পল
হাসি-অশ্রু সব মিলেমিশে একাকার!
ক্ষণিকের ভুলে শুধু মেকি কোলাহল
কামনার বিষবাষ্পে ভরা চারিধার!!