#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা
#তারিখঃ ২০/৮/২০২০
#নামঃ চলে যাবার আগে
#কলমেঃ মধুপর্ণা বসু
তুমিও মৃত্যুর গন্ধ পেয়েছো জীবনের জটিল শাখাপ্রশাখা জুড়ে
আমরা আয়েসে ডেকে আনি কি এই চলে যাওয়ার তীব্র চাওয়া?
আমি কতবার দেখেছি লম্বা একটা ভ্রমণ শে…
#সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা
#তারিখঃ ২০/৮/২০২০
#নামঃ চলে যাবার আগে
#কলমেঃ মধুপর্ণা বসু
তুমিও মৃত্যুর গন্ধ পেয়েছো জীবনের জটিল শাখাপ্রশাখা জুড়ে
আমরা আয়েসে ডেকে আনি কি এই চলে যাওয়ার তীব্র চাওয়া?
আমি কতবার দেখেছি লম্বা একটা ভ্রমণ শেষে যেখানে এসে বিশ্রাম নিলাম সেখানে আমার ভাঙা আয়ুরেখা দেখা যায়,
কব্জিতে যতই বিপত্তারিনীর ধাগা পড়ি, আসলে সব কিছুতে আকণ্ঠ ডুবে তারপর তিলে তিলে ছেড়ে দিতে যে মায়া কাটাতে হয় তাতে শুদ্ধি ঘটে।
বিকেলের কমলা রঙের রেশমি রুটে সন্ধ্যা পিদিম দেখে ঘরে ফেরা একটা বিলাসিতা বই আর কি?
তাই চোখে বুজে নেশাগ্রস্ত মুসাফিরের মতো শেষটা এলোপাথাড়ি হোক বাদশাহী দাপটে,
চলে যাবার আগে এক চুমুকে শেষ করে দেওয়া যাক আদরবাসার শব্দকোষ।
---------------------------------------------------