দৈনিক প্রতিযোগিতা
#ফিরে_এসো_সব....
মনিকান্ত । ২২/০৭/২০২০
=====================================
অথচ তার মাঝেই আঢাকা বারুদের গন্ধ...
ক্ষণিকেই ভুলে যাই কতকিছু লুকানো আছে সুসজ্জিত সকালে,
ভুলে যাই …
দৈনিক প্রতিযোগিতা
#ফিরে_এসো_সব....
মনিকান্ত । ২২/০৭/২০২০
=====================================
অথচ তার মাঝেই আঢাকা বারুদের গন্ধ...
ক্ষণিকেই ভুলে যাই কতকিছু লুকানো আছে সুসজ্জিত সকালে,
ভুলে যাই একটু পাশেই ছিল সবুজের সমারোহ,
তার একটু পরেই মাথা উঁচিয়ে ছিল অর্ধ নগ্ন পাহাড়,
তার পাশে নদী, আকাশ আরোও কতকিছু...
সব যেন শেষ, আজ সব যেন অতিথি...
যেন শুধু পড়ে আছে একা - একলা একটা সীমারেখা।
তার পাশে কিছু নেই, শুধু আছে কেবল শূন্যতা,
আর একটা নিকষ কালো রাত্রি...
শেষ প্রহরে সে এসে বলে যায় --
ফিরে এসো সবুজ - মিটিয়ে বারুদের গন্ধ,
ফিরে এসো পাহাড় - ভেঙে বিভেদের পাঁচিল,
ফিরে এসো নদী - প্লাবিত করে অপ্রাপ্তির শেষ টুকরোটুকু.....
//////////////////////