Page Nav

HIDE

Post/Page

May 29, 2025

Weather Location

Breaking News:

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মেলন

সাপ্তাহিক প্রতিযোগিতা -১৪
বিভাগ~কবিতা
১-৭-২০২০

.                      •নমিত উন্মাদ•
                     অজয় কুমার দত্ত

ওই পাহাড়ের খাঁজে একখানা মেঘ জমেছে
আমি দেখতে পেয়েছি!
ওই মেঘটার পিছে একখানা বরফ জমেছে
আমি পরশ পেয়েছি!
ওই মেঘন…


সাপ্তাহিক প্রতিযোগিতা -১৪
বিভাগ~কবিতা
১-৭-২০২০

.                      •নমিত উন্মাদ•
                     অজয় কুমার দত্ত
                   
ওই পাহাড়ের খাঁজে একখানা মেঘ জমেছে
আমি দেখতে পেয়েছি!
ওই মেঘটার পিছে একখানা বরফ জমেছে
আমি পরশ পেয়েছি!
ওই মেঘনা হিমানী হয়তো উপলে প্রেমরেখা  এঁকেছে
আমি গোপনেই দেখেছি!
তবুও আমি অপলক রই বুকে চেপে নীরবতা
যদি দেখা যায় শুধু একবার তোমার পায়ের পাতা।

ওই নদীটা আনমনা হয়ে কোথায় যাচ্ছে জানি না
ওর নেই কোন উদ্দেশ!
ওই ঝরণাটা প্রস্তর ছুঁয়ে কেন ঝরে পড়ে জানি না
একি মৃত্তিকা আশ্লেষ!
এই নির্ঝর এই স্রোতসী গান গায় আমি শুনি না
আমি বধির এক দরবেশ!
আমার এও তো অজানা তুমি আসবে কিনা এই নদীঝরণায়
তবু উন্মুখ আমি শুধু ছোঁয়াব আঙুল অপরশা ওই পায়।

বড়ো ভয় হয় ওই পাহাড়টা যদি তোমায় দেখে ফেলে
হয়তো পাগল হবে!
হিমানী মেঘনা স্রোতসী ঝরণা সবই তোমার চোখের কোলে
ওরা ঈর্ষায় জ্বলে যাবে!
ওই মৃদুহাসি বা আঁখিজলে অথবা দেহলতা হিল্লোলে
মাটিও উতল হবে!
আর বিকচ ক্রোধে উন্মদ আমি হিংসক নখরাঘায়
ছিন্ন করবো পাহাড় মাটি আর ঠোঁট ছোঁয়াব তোমার পায়।
                           ________
©অজয়

(লাইন সংখ্যা ২৪)