#সাপ্তাহিকসেরলেখনীসম্মননা প্রতিযোগিতা পর্ব- 14
রীতিঃ~ গদ্য কবিতা
কবিতার শিরোনামঃ~ প্রতিশোধ
কলমেঃ~✍ তাপস কুমার বর
______// তাং- 30.06.2020
°°°°°°°°°°°°°°°°°°°°°°~®~°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সাম্রাজ্যের অগ্রসরে,
যুগে যুগে কত ক্ষম…
#সাপ্তাহিকসেরলেখনীসম্মননা প্রতিযোগিতা পর্ব- 14
রীতিঃ~ গদ্য কবিতা
কবিতার শিরোনামঃ~ প্রতিশোধ
কলমেঃ~✍ তাপস কুমার বর
______// তাং- 30.06.2020
°°°°°°°°°°°°°°°°°°°°°°~®~°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সাম্রাজ্যের অগ্রসরে,
যুগে যুগে কত ক্ষমতাশালীর অগ্রসর ঘটেছে।
তাদের রুদ্র বাহুর ক্ষমতার জোরে,
একদিন সারা বিশ্ব কেঁপেছে!
শুধু ক্ষমতার জোরে,
ওরা উল্লাসের কেতনে মেতেছে।
যুদ্ধ তুমি কি ওদের শাস্তি দিতে পারবে?
তাহলে কেন এতো প্রাণের খিদের জ্বালায় মাতো।
শুধু কি ক্ষমতার জোরে?
ওই রুদ্র বাহুর ক্ষমতা একদিন,
যৌবন থেকে যখন বার্ধক্যে যাবে?
তখন ওদের উল্লাসের কেতন নড়বড়ে হয়ে পড়বে।
ক্ষমতা তোমাকে ওরা ঠেকাতে একদিন,
মানব বন্ধনের বেড়া বুনবে।
সেদিন ওরা তোমাদের সেই ছলনা নিয়ে,
মহাকালের তান্ডব চালাবে।
তোমার ঔদ্ধত্যের ওই হাঁসিতে,
ওরা মরণ যন্ত্রণার লাল চিহ্ন দেবে এঁকে।
কতদিন তোমরা ক্ষমতা বাহুর যুদ্ধলীলা চালাবে?
একদিন রক্তের লাল চিহ্নের পথ ধরে,
হাজার হাজার বংশ ছুটে আসবে।
সেদিন তোমার সোনায় গড়া ঔদ্ধত্যের সাম্রাজ্য,
টুকরো টুকরো হয়ে খয়ে পড়বে,
ওই হাজার বংশের যুদ্ধদেহী প্রতিবাদের কোলাহলে !
°°°°°°°°°°°°°°°°°°°°°↩⚜↪°°°°°°°°°°°°°°°°°°°°°°°