দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
বিভাগ --- পদ্য কবিতা
শিরোনাম --- ভ্রান্তিবিলাস
তারিখ --- ১৩-০৭-২০২০
কলমে ---- ব্রতশ্রী বোস
সুতোটুকু ছিঁড়ে গেছে। জানো আর পাবে না নাগাল
তবুও তো মনে মনে বাঁধো গিঁট হাত মুঠি করে ....
চোয়ালে চোয়াল…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
বিভাগ --- পদ্য কবিতা
শিরোনাম --- ভ্রান্তিবিলাস
তারিখ --- ১৩-০৭-২০২০
কলমে ---- ব্রতশ্রী বোস
সুতোটুকু ছিঁড়ে গেছে। জানো আর পাবে না নাগাল
তবুও তো মনে মনে বাঁধো গিঁট হাত মুঠি করে ....
চোয়ালে চোয়াল চেপে দেখে যাও তামাশার জাল
অপূর্ণ কামনা সবই লিখে রাখো জলের অক্ষরে।
তবুও তো টানটান কৌতুহলে ও দেওয়ালে সার্চ......
আপডেট পেতে গিয়ে শক খাও আরো বেশি জোরে
দেঁতো হাসি টেনে রাখো পাছে দোষ দেয় এ সমাজ ;
আলগা মনজমিন ধুঁকছে নিকোটিনের ঘোরে !
যতটুকু কাছে পাও ততটা পর্যাপ্ত নয় ব'লে
নাগালের বাইরেই পড়ে থাকে পুড়ে যাওয়া মন
আর তাই জ্বর আর সারে না তো প্যারাসিটামলে
বিবর্ণ মনে হয় পরম সাধের গৃহকোণ ........
তবে এ নয়তো জেনো বাঁচার মতোন ক'রে বাঁচা;
সব পাখী উড়ে গিয়ে অবশেষে পড়ে থাকে খাঁচা॥