পার্থক্য শুধু একটাই
..........................
পার্থক্য শুধু একটাই
যে তোমাকে মুখ ফুটে বলতে হয়,
চাইতে হয়,বোঝাতে হয়।
তার উপরে আবার আছে তোমার ইচ্ছে,
সুযোগ অথবা সমাজ নামক প্রেক্ষাপট।
অবশেষে আমার পাওয়া-অথবা না পাওয়া।
কিন্তু আমার চেষ…
পার্থক্য শুধু একটাই
..........................
পার্থক্য শুধু একটাই
যে তোমাকে মুখ ফুটে বলতে হয়,
চাইতে হয়,বোঝাতে হয়।
তার উপরে আবার আছে তোমার ইচ্ছে,
সুযোগ অথবা সমাজ নামক প্রেক্ষাপট।
অবশেষে আমার পাওয়া-অথবা না পাওয়া।
কিন্তু আমার চেষ্টারা তোমার ঠোঁটের
সাথে পাল্লা দিয়ে ঐ মনটাকে পড়ে ফেলে,
আর তারপর সমস্ত কিছুর উর্ধে গিয়ে
সেগুলোকে তোমার উপযুক্ত করে তোলে।
পার্থক্য শুধু একটাই
যে তোমাকে সব কাজ সেরে,
সব কিছু সামলে ,খুব কষ্টে দিনান্তে
আমায় কিছু ক্লান্তি অথবা সময় ভিক্ষা দিতে হয়।
কিন্তু আমার সময়রা সব প্রখর দৃষ্টি শক্তি দিয়ে
পথ চেয়ে বসে থাকে সারাক্ষণ ,
কখন তোমার ইচ্ছেদের আমার দরকারে পরে,
কখন তোমার খেয়ালীতে হেয়ালীরা খেলা করে।
পার্থক্য শুধু একটাই
যে তোমাকে দেখাতে হয় চোখে আঙ্গুল দিয়ে,
তোমাকে শোনাতে হয় প্রবল শব্দ দিয়ে,
তোমাকে বোঝাতে হয় চরম নির্লজ্জতা দিয়ে।।
****************************************/
অর্চনা হালদার
মাজদিয়া, নদীয়া
ছবি সৌজন্যে google