Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"হে বন্ধু, হে প্রিয়"

বন্ধুত্ব ছিল পাটভাঙা ভোরের মতন,
মনের মধ্যে ছিল বসন্তের বাতাস।
চুপিচুপি  সে এসে বলতো বন্ধু, ভালোবাসি..
আমি ভাবতাম, ভালোবাসা বুঝি এইভাবেই ভেসে আসে...
খোলা বারান্দায় মন কে দাঁড়  করিয়ে বন্ধুত্ব
বিনিয়োগ…


"হে বন্ধু, হে প্রিয়"

বন্ধুত্ব ছিল পাটভাঙা ভোরের মতন,
মনের মধ্যে ছিল বসন্তের বাতাস।
চুপিচুপি  সে এসে বলতো বন্ধু, ভালোবাসি..
আমি ভাবতাম, ভালোবাসা বুঝি এইভাবেই ভেসে আসে...
খোলা বারান্দায় মন কে দাঁড়  করিয়ে বন্ধুত্ব
বিনিয়োগ করলাম।
একদিন বন্ধুত্বের বাসা বাঁধবো বলে এ গাছ,ও গাছ করে, একটা ডাল ঠিক করলাম,
বললাম, বন্ধু এসো...
সে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে ছিল---
সেই চাউনি তে  বিশ্বস্ততা ছিল।
এক সুস্থ বন্ধুত্ব জীবনে খুব দরকার।

সেদিনের কথা বলতে গেলে ---.
জীবনে ঝমঝম বৃষ্টি আসে,মুখচোরা সম্পর্কটা দিন দিন আড়ে বহরে বৃদ্ধি পাচ্ছে...
দিনক্ষণ মুখস্থ করছি,উপসংহারে থামতে হবে--
'না বুঝেই  ডুবছি'
সে ডোবা বড়ই প্রীতিময়।
জীবনে সামান্য প্রশয়ে এক দুঃসাহসিক বেহিসেবী অভিযান অলক্ষ্যে মুখ টিপে হেসেছিল।
               তোমাকে আমি প্রথম দেখেই ভালোবেসেছিলাম--
জীবনের আয়োজনে তুমি অকপট ছিলে, ঠিক ঘড়ির ছোট কাঁটাটার মতন...
তাই তো তোমার হাত আজও ধরে আছি, পাশে যদি এমন বন্ধু থাকে ভয় কী!!!
সরলরেখার শেষ বিন্দুতে এসে যে হাত ধরে টেনে নেবে; জ্বরের  জলপটি হয়ে কপাল ছোঁবে।
মাঝে মাঝে কথা কাটাকাটি, খুনসুটি, পয়সার হিসাব, রান্নার সুখ্যাতি, আর -----
একে একে একাকার হয়ে শুধু বলবে  'ভালোবাসি'

#শ্বেতা_ব্যানার্জী

৩০,৭,২০