Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক   সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -৩০
বিষয় - উন্মুক্ত
বিভাগ -  কবিতা
কবিতা  - জীবনচক্র
কবি - রঞ্জিৎ কুমার পড়িয়া
তারিখ - ২৯/০৭/২০২০
*************************
তোমরা যখন দাবার চালে ব্যস্ত,
ভাষার জোয়ার এই হৃদ- আরশিতে,
ছুটিত…


দৈনিক   সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -৩০
বিষয় - উন্মুক্ত
বিভাগ -  কবিতা
কবিতা  - জীবনচক্র
কবি - রঞ্জিৎ কুমার পড়িয়া
তারিখ - ২৯/০৭/২০২০
*************************
তোমরা যখন দাবার চালে ব্যস্ত,
ভাষার জোয়ার এই হৃদ- আরশিতে,
ছুটিতে  অনেকেই   আড্ডাতে অভ্যস্ত,
আমি ব্যস্ত কলম-আর  ডাইরিতে। 
                                                                                                                                                      কালপ‍্যাঁচার ক্ষুর নখেতে অশ্বত্থ
ঢলছে চোখ সকলেই নিদ্রা যায়,
নর-নারী প্রেমের নেশায় উন্মত্ত
তখন,নগ্ন নয়ন মগ্ন কবিতায়।

টাকার পিছে দিচ্ছো দৌড় হদ্দ,
এ জীবন উপন্যাসের শেষ পৃষ্ঠায়-
ভাষা খোঁজে গদ্য কিংবা পদ্য
উন্মুক্ত  কলম সজাগ নিত‍্য স্রষ্টায়।

কত সাধ কত আশার উত্তরণ
ভাষা খুঁজে ফেরা সময়ের অবসরে,
কলমে তখন হাভাতের হৃদ স্পন্দন
বিদ্রোহ চলে এই বিপ্লবী অন্তরে।।

একুশ যখন ক্রিকেটের ময়দানে
আমার কলমে তখন রক্তপাত,
হিল্লোল ওঠে যুবা যুবতির প্রাণে
কবিতার মাঝে সুতীব্র  বজ্রপাত।

আজি জীবনযুদ্ধে ঘোর রাজনীতি
শোষণে  শাসনে অসহায় জনগণ,
আমার হাতে বীর "নেতাজির" চিঠি
লেখনির মাঝে বারুদের বিস্ফোরণ।

মাতোয়ারা সকলে আনন্দ উৎসবে
টেলিভিশন , মোবাইলে মন গলে,
প্রেম স্পর্শের অনুভূতি অনুভবে
কলম চলে শোকে -বিরহানলে।

কলকাকলি সূর্যের আগমনে
স্বপ্নাবেশে স্বপ্নাতুর দুই-চোখ,
ঘোর অমানিশা কবির অঙ্গনে।
কলম মানেনা প্রাকৃতিক দুর্যোগ।।
***********সমাপ্ত**************