Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব~১৮
বিষয়~কবিতা
৯-৭-২০২০

.     •একটা ফাগুন মাস•
         অজয় কুমার দত্ত

একটা ফাগুন মাস
আর একটু বসন্ত বাতাস
কখন যে হয়ে যায় কালবৈশাখী।

তোমার চৈতালি ঋতি
বেয়ে আসে বৈশাখী প্রীতি
আবাহন করে ভ…


দৈনিক সেরা কলম সম্মাননা
প্রতিযোগিতা পর্ব~১৮
বিষয়~কবিতা
৯-৭-২০২০

.     •একটা ফাগুন মাস•
         অজয় কুমার দত্ত

একটা ফাগুন মাস
আর একটু বসন্ত বাতাস
কখন যে হয়ে যায় কালবৈশাখী।

তোমার চৈতালি ঋতি
বেয়ে আসে বৈশাখী প্রীতি
আবাহন করে ভালোবাসা সুখপাখি।

ভোরের প্রতীক্ষায়
অযুত নক্ষত্র অপেক্ষায় 
ভোরের বিহঙ্গ সেধে যায় সরগম।

তোমার দুয়ারে বসন্ত
দেখে সূর্যের দখিনা অয়নান্ত
অনুভবে বোধ ভালোবাসা কিরকম।

চেয়েছি অপলকে
আকাশের মতো বিস্তৃত চোখে
আর উজাড় করতে চেয়েছি অনন্ত।

আমার সবটুকু আকাশ
আর আমার সমগ্র মধুমাস
তুমি বেছে নিলে সাদা মেঘ এক খন্ড।

©অজয়