দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব ১৮
#কবিতা
#চলো যাই ঘুরে আসি
#দেবাশিস বসু
#০৯/০৭/২০২০
চলো যাই ঘুরে আসি কাছাকাছি কোথাও
হোলই বা না হয় - দিনান্তে উপবাস
নরম বিছানায় ছেঁড়া ছেঁড়া স্বপ্ন যদি না দেখতে চাও
নিয়ম ভাঙতে চলো যাই ঘুরে…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব ১৮
#কবিতা
#চলো যাই ঘুরে আসি
#দেবাশিস বসু
#০৯/০৭/২০২০
চলো যাই ঘুরে আসি কাছাকাছি কোথাও
হোলই বা না হয় - দিনান্তে উপবাস
নরম বিছানায় ছেঁড়া ছেঁড়া স্বপ্ন যদি না দেখতে চাও
নিয়ম ভাঙতে চলো যাই ঘুরে আসি
রোদ্দুর পান কর্বে তোমার বুভুক্ষু শরীর
বালুকণা চিকচিক করবে শরীরের মধ্যরেখায়
হাওয়ায় উড়ে যাবে বন্ধনছাড়া বুক
পাড় ঘেঁষে শেষ হবে রূপালী জলরেখা
দু একটা চিতল উঁকি মেরে দেখে যাবে
বিকেলের মেয়েলি সূর্য
উবু হয়ে নেমে আসবে অন্ধকার জঙ্গলের জানলা দিয়ে
তবে কথা বলো না -গেওনা গান
নিঃশব্দ রাগিনীর সাথে সুর মিলিয়ো
একটু একটু করে তানপুরা ছেড়ে অনন্তকাল ধরে ..
নিঃশ্বাসের শব্দ শুনতে পাবে কিংবা হৃদপিন্ডের তৃষ্ণা নিবারণ
এবার ফেরার সময় হোল-আবার কুঠরিগত প্রাণ
একঘেয়ে টেবিল চেয়ারে অথবা হাতাখুন্তি নিয়ে রান্নাঘরে
প্রয়োজনের তাগিদে হিসেবী কথা বলা
আর রোজকার শরীরী ভাষা
ট্রামগাড়ীর মতো একই লাইন ধরে বারবার পথ চলা..