দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা পর্ব - ১৮
কবিতা : ।। অখ্যাত অনামী ।।
কবি : দিব্যেন্দু চ্যাটার্জী
তারিখ : ০৯/০৭/২০২০
আমার একটা জগৎ ছিল চিরকালই দামী -
তোমার হাতে হাত রাখলাম বহিরাগত আমি ..
যেখানে প্রেমের আগুনে আমার ছড়ালো বদনাম…
দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা পর্ব - ১৮
কবিতা : ।। অখ্যাত অনামী ।।
কবি : দিব্যেন্দু চ্যাটার্জী
তারিখ : ০৯/০৭/২০২০
আমার একটা জগৎ ছিল চিরকালই দামী -
তোমার হাতে হাত রাখলাম বহিরাগত আমি ..
যেখানে প্রেমের আগুনে আমার ছড়ালো বদনাম-
তবুও তোমায় ভালোবাসি অখ্যাত অনামী ।
মদ না খেয়েও তোমার ছোঁয়ায় হতে পারি মাতাল -
সূর্য থেকে তেজ কেড়ে নিয়ে ভাঙতে পারি পাতাল .
তবুও জানি এ ভালোবাসা পাবে না কোনো দামই,
আমার পাতা ঝরার দিনে ফুরাবে দিন - কাল।
তিন কাল গিয়ে এক কালে ঠেকে আজকে ভীত আমি,
মনের ভিতর গুমরে ওঠে নিষিদ্ধ পাগলামি..
বোতল ভেঙ্গে রক্তের সাথে মিশিয়ে দিলাম ঘাম-
পাবো না জেনেও ভালোবাসি আমি অখ্যাত অনামী ।।