Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব–১৮

"একটা ছেলে,একটা মেয়ে আর একটা সমুদ্রের গল্প"

                        মৌসুমী মন্ডল
********************************************

একটা ছেলে .......
তার ছাদ চুঁইয়ে পড়া বাড়ি থেকে র…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব–১৮

"একটা ছেলে,একটা মেয়ে আর একটা সমুদ্রের গল্প"

                        মৌসুমী মন্ডল
********************************************

একটা ছেলে .......
তার ছাদ চুঁইয়ে পড়া বাড়ি থেকে রোজ ভোরে বেরোয়।
কাঁধে একটা ঝোলা.......
ফেরি করে বেড়ায় প্রতিদিন......এ প্রান্ত থেকে ওই প্রান্ত।
দিনের শেষে হা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে
তার সস্তার রঙ চটে যাওয়া তোষকে
এলিয়ে দ্যায় অভাব টেনে চলা শরীর টাকে।

একটা মেয়ে.......
সারাদিন ঘরকন্নার কাজ সারে।
সবার পছন্দ আর মন জুগিয়ে চলতে চলতে
স্কুলে বৃত্তি পাওয়া ধারালো মনটা
ক্রমশ ভোঁতা হয়ে ইচ্ছা মৃত্যুর দিকে এগোতে থাকে।

হঠাৎ ই একদিন ছেলে টা মেয়েটাকে দ্যাখে,মেয়েটাও.....
দুমড়ে মুচড়ে যাওয়া ইচ্ছে গুলো এক এক করে ডানা মেলতে থাকে।
মনের আনাচে -কানাচে জল জমে।

মেয়েটা বায়না করেছিল সমুদ্র দেখবে বলে।
শুধু সংসারের লোনা জলে সে  আর ভাসতে রাজি নয়।

বছর তিনেক পর....
ছেলে টা আজ ও টাকা জমিয়ে উঠতে পারে না।
মেয়েটা কিন্তু রোজ তার রোগা আঙ্গুলগুলো দিয়ে ইচ্ছের গোড়া গুলো নিড়িয়ে দ্যায়।
পাতাগুলো জল দিয়ে মুছে ঘুরিয়ে ফিরিয়ে দ্যাখে।

দুপুরের তপ্ত বাতাসে হাপরের মত শ্বাস নেওয়া বুকে ছেলেটা স্বপ্ন আগলে বলে.....
"যাবে?সমুদ্র তো তোমার দ্যাখা হয় নি।আমার ও...."
মেয়েটির ঠোঁটের কোণে হাসির রেখা...
বলে–"আমি তোমার সমুদ্রকে অন্তরে ধারণ করেছি।
এই অনন্ত তেই বিলীন হবো।
নতুন করে আর নাইবা দেখলাম সমুদ্র।"

.........................মৌসুমী..........................