অভাগার শেষ প্রহর
গৌতম সোম
ভাবনার মস্তিষ্কে
প্রতিচ্ছবির বাতায়ন,
অলৌকিক আস্তানায়
বুদ্ধিবৃত্তির সন্ধ্যাযাপন,
মনের অন্তরালে স্মৃতির যাতনার
ভয়ঙ্কর তর্জন-গর্জন,
…
অভাগার শেষ প্রহর
গৌতম সোম
ভাবনার মস্তিষ্কে
প্রতিচ্ছবির বাতায়ন,
অলৌকিক আস্তানায়
বুদ্ধিবৃত্তির সন্ধ্যাযাপন,
মনের অন্তরালে স্মৃতির যাতনার
ভয়ঙ্কর তর্জন-গর্জন,
আত্মশুদ্ধির অস্তমিত আকাশে
অবসাদের নিরন্তর হৃদস্পন্দন,
অপেক্ষার প্রহরে সহনশীল
ম্রিয়মান অনুভূতি,
বুকের উঠোনে ভাঙাচোরা স্বপ্নের
অরুচিকর ঘৃণ্য স্বীকারোক্তি,
জ্বলতে থাকা একাকীত্বে
ফুটপাতের বেকারত্ব,
লুন্ঠিত সম্বোধনে নীতিবোধের বিচক্ষণতা
আজ অনিশ্চিত, অরক্ষিত তত্ত্ব,
শিহরণ জাগানো অবৈধ উত্তরণে মত্ত
যৌবনের বালুঝড়,
নগ্ন সভ্যতার মুক্ত সবুজ ঘাসে উপস্থিত
অভাগার শেষ প্রহর ll
গৌতম সোম
ভাবনার মস্তিষ্কে
প্রতিচ্ছবির বাতায়ন,
অলৌকিক আস্তানায়
বুদ্ধিবৃত্তির সন্ধ্যাযাপন,
মনের অন্তরালে স্মৃতির যাতনার
ভয়ঙ্কর তর্জন-গর্জন,
আত্মশুদ্ধির অস্তমিত আকাশে
অবসাদের নিরন্তর হৃদস্পন্দন,
অপেক্ষার প্রহরে সহনশীল
ম্রিয়মান অনুভূতি,
বুকের উঠোনে ভাঙাচোরা স্বপ্নের
অরুচিকর ঘৃণ্য স্বীকারোক্তি,
জ্বলতে থাকা একাকীত্বে
ফুটপাতের বেকারত্ব,
লুন্ঠিত সম্বোধনে নীতিবোধের বিচক্ষণতা
আজ অনিশ্চিত, অরক্ষিত তত্ত্ব,
শিহরণ জাগানো অবৈধ উত্তরণে মত্ত
যৌবনের বালুঝড়,
নগ্ন সভ্যতার মুক্ত সবুজ ঘাসে উপস্থিত
অভাগার শেষ প্রহর ll