Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#পাখি_আমার_নীড়ের_পাখি

তোকে প্রথমে মন খারাপের কথাটা বলি।
আকাশের বুক জুড়ে যে  অন্ধকার এখন রাজত্ব করছে.... তা'তে আমি খুব  ভয় পাচ্ছি।
আমরা সকলেই আজ এক চোরা কুঠুরির বাসিন্দা।
সময় কাটছেনা, সময় আমাদের টেনে হিঁচড়ে নিয়ে চলেছে...।
চার…


#পাখি_আমার_নীড়ের_পাখি

তোকে প্রথমে মন খারাপের কথাটা বলি।
আকাশের বুক জুড়ে যে  অন্ধকার এখন রাজত্ব করছে.... তা'তে আমি খুব  ভয় পাচ্ছি।
আমরা সকলেই আজ এক চোরা কুঠুরির বাসিন্দা।
সময় কাটছেনা, সময় আমাদের টেনে হিঁচড়ে নিয়ে চলেছে...।
চারদেয়ালের বন্দী দশায় বাতাসের পায়ে বেড়ি,
 জীবন জুড়ে  শুধু বিষণ্ণ ঘোলাটে আকাশ ---
হাঁচতে ভয়,কাশতে ভয়,এক ভয়াবহ অস্থির সময় -- মনের সৌন্দর্যবোধে ভীষণ ভাবে  আঘাত হেনেছে।
শুধু কবিতা কে ভালোবেসে আমি জীবিত আছি।
জীবনে শান্তি ও বিশ্রামের জন্য একটা বারান্দা দরকার হয়।
সত্যি কথা বলতে কি; জীবনে বন্ধুরও খুব দরকার। হু হু বুকের ভিতর যখন দেয়াল গড়ে উঠে--

তখন গান কে সঙ্গী করি..

" পাখি আমার নীড়ের পাখি
অধীর হ'লো.. অধীর হ'লো কেন জানি"

ভালোবাসার গানগুলোও  আজ সর্বহারা।

আজ শ্রাবণের মেঘগুলো মনের ঘরে বসত করেনা, কোথায় যেন পালিয়ে বেড়ায়...।
তোকে বললাম না, কবিতা কে ভালোবেসে ---
তুই  ভাবতেও পারিস আদিখ্যেতা, যেখানে মানুষের টানাপোড়েন....
কিন্তু কী করি, বাঁচতে সাধ যে আমারও জাগে।
ভয়ের আবহাওয়ার কালোছায়া চারদিকে...
তাইতো আলো হাতড়িয়ে বেড়াই...।
আর আনন্দের!!
দিন আসুক... তখন না হয়  বলবো----

#শ্বেতা_ব্যানার্জী
24,7,20