Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

>>>আজন্ম প্রজন্ম<<<
--------------------
ম.ম.রবি ডাকুয়া
-------------------
পেসক্রিপশন অনুযায়ি শহর ঘুমায়,
তাঁরা গুলো দূর থেকে মনে হয় লাঠি লজেন্স।
বন্দরে হুইসেল দেয়া জাহাজ গুলো
তোমার আমার প্রেম আমদানি-রপ্তানি কর…


>>>আজন্ম প্রজন্ম<<<
--------------------
ম.ম.রবি ডাকুয়া
-------------------
পেসক্রিপশন অনুযায়ি শহর ঘুমায়,
তাঁরা গুলো দূর থেকে মনে হয় লাঠি লজেন্স।
বন্দরে হুইসেল দেয়া জাহাজ গুলো
তোমার আমার প্রেম আমদানি-রপ্তানি করেনা,
পতিতাপল্লী আগের মত জমজমাট নেই,
বনদস্যু দল অস্ত্র জমা দিয়ে রেশনের লাইনে দাড়াতে চায়,
জনতা সামরিক আইন চায় তাও সাময়িক।
আর আমার কবিতা শিকলে কড়া নাড়ে,
জনতার রেশনের ভার কে নেবে?
দেশে মহামারি এসে সিড়রের মত ভাগ্য বদলে দেয়,
জনদরদী নেতাদের।
আর আমাদের যৌনাঙ্গ নেতিয়ে যাচ্ছে
ত্রান খুঁজে খুঁজে হয়রান।
আমৃত্যু গগন পিয়াসি শ্রমিকের অশ্রু গড়ায়
বঙ্গপসাগরের অতল গহবরে,
সূন্দরী পাতার ফাঁকে উকি দেয় পরপুরুষ সূর্য্য,
সংবাদ নেই তবু সাংবাদিক বাড়ছে দেদারছে,
একা থাকার ভাললাগাটা ক্রমশ হরিয়ে যাচ্ছে,
শরীর জড়িয়ে ধরে ভালবাসা বেড়ে চলে।
প্রজন্মের কাছে হাত পেতে
সভ্যতা চেয়ে জন্মের সাধ মেটে।
আমিও সময়ের চোরাবালিতে,
ক্ষুধার পেট নিয়ে ঘুরে দেখি মাংশ পোলাওয়ের ঘ্রান গলিতে।
সিদ্ধ হস্তে সমর্পিত রাজনীতি
মল ত্যগ করে চলে দলে দলে,
মধ্য রাতে জাগে পরপুরুষের বিছানায়,
সব দল এলে ওরা নেতা,
আমরা শুধু স্বাধীন চেতা।