Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#দৈনিক সেরা কলম সম্মাননা
#প্রতিযোগিতা পর্ব —(-১৪-)
#বিষয় - অণুকবিতা
#শিরোনাম - চিরসাথী
#সৃষ্টিতে - দোলা ভট্টাচার্য
#তারিখ - ২.৭.২০২০

তোমার হাতে হাতটি রেখে ঠিক এভাবেই,
পায়ে পায়ে চলে এলাম অনেকটা দূর;
হাত বাড়ালেই নাগাল পাব বন্ধ…


#দৈনিক সেরা কলম সম্মাননা
#প্রতিযোগিতা পর্ব —(-১৪-)
#বিষয় - অণুকবিতা
#শিরোনাম - চিরসাথী
#সৃষ্টিতে - দোলা ভট্টাচার্য
#তারিখ - ২.৭.২০২০

তোমার হাতে হাতটি রেখে ঠিক এভাবেই,
পায়ে পায়ে চলে এলাম অনেকটা দূর;
হাত বাড়ালেই নাগাল পাব বন্ধু তোমার,
ভেবেছিলাম কাটবে সময় মিলন মধুর।

ভেবেছিলাম আমরা দুজন বাসব ভালো,
জ্বালবে আলো তুমি আমার মনের ঘরে ;
ভালবাসার ঘরটি বেঁধে থাকবো দুজন,
টুটবে না ঘর হাজার বৃষ্টি বাদল ঝড়ে।

ওই আকাশ কে সাক্ষী রেখে বলো আমায়,
আদর করে রাখবে বেঁধে সারাজীবন ;
সাথী হয়ে থাকবো তোমায় ভালবেসে,
উজার করে দেব আমার এই তনুমন।