Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

ভাসানের গান!
© অতনু নন্দী

বিপন্ন বাদুড়ের ঝুলে থাকা, মাঝরাত

আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে,
তোমাকে হারানোর সুর বিবর্ন করে তুলছে আমাকে প্রতিদিন |

আমরাও মেখেছিলাম মাটির সোঁদা গন্ধ,
শ্রাবনের বৃষ্টি তে কতো বিকাল ভিজেছি একসঙ্গে....

হিমেল হাওয়া…


ভাসানের গান!
© অতনু নন্দী

বিপন্ন বাদুড়ের ঝুলে থাকা, মাঝরাত

আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে,
তোমাকে হারানোর সুর বিবর্ন করে তুলছে আমাকে প্রতিদিন |

আমরাও মেখেছিলাম মাটির সোঁদা গন্ধ,
শ্রাবনের বৃষ্টি তে কতো বিকাল ভিজেছি একসঙ্গে....

হিমেল হাওয়ার  রাতে আমি তোমার নাভিপদ্মে সাঁতার কেটেছি অপলক |

জোনাকির মিটমিট করা আলোতে তুমি  আমাকে রবিঠাকুর গেয়ে শোনাতে  |

তোমাকে হারাবার পড় জীবনে নেমে এসেছে বুনো আঁধার, আজ জীবনে নেই কোনো মধুময় ছায়া, নেই বুকুল ফুলের গন্ধ |

রক্ত পলাশ মাথার খোঁপায় বেঁধে তুমি বারান্দাময় দৌড়াদৌড়ি করতে, আজ বারান্দা জুড়ে শুধুই ভাসানের গান!