Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
পর্ব_২৫
১৮/৭/২০

শ্রাবণ .....

           ***তুলি মুখার্জি চক্রবর্তী ***

আষাঢ় পেরিয়ে শ্রাবণ, কিন্তু কৈ? সেভাবে তুমি এলে না তো!!
সবুজ হবো বলে সবার সাথে আমিও তাকাই দূর আকাশে,

বরষার আগে তুমি এলে...... ফুল, প…


দৈনিক সেরা কলম সম্মাননা
পর্ব_২৫
১৮/৭/২০

শ্রাবণ .....
       
           ***তুলি মুখার্জি চক্রবর্তী ***

আষাঢ় পেরিয়ে শ্রাবণ, কিন্তু কৈ? সেভাবে তুমি এলে না তো!!
সবুজ হবো বলে সবার সাথে আমিও তাকাই দূর আকাশে,

বরষার আগে তুমি এলে...... ফুল, পাখি, রঙিন প্রজাপতির দেশ থেকে...

এক ঝলক ঠান্ডা বাতাস নিয়ে , ছুঁয়ে দিলে শরীর মন....... নিমেষে শিহরণ,

আমি কথা বলে যাই তোমার সাথে অনর্গল, আর তুমিও

কত কি বলে যাও...

পাহাড়ের পেছন থেকে ভোরবেলা টুপ করে লাল টিপ পরিয়ে দেয় সূর্য আকাশের কপালে।
খুশি তে রঙিন আকাশ.... ঠিক যেন নববধূর লাজে রাঙা মুখ।

রঙবাহারি ফুলের কানে কানে রঙিন প্রজাপতির আদুরে গল্প।

কিভাবে দুধসাদা ঝরনা গম্ভীর পাহাড়ের বুকের ভিতর থেকে কিত্ কিত্ খেলতে খেলতে দুপাশের বনরাজি কে রাঙিয়ে দিয়ে নদী হয়ে বয়ে যায়..... এসব তোমার থেকেই তো জানতে পারি।

তোমার হাত ধরেই বরষা আসে
ভাসিয়ে দেয় মনের দু কুল
আমিও কাগজের নৌকা হয়ে
ভেসে চলি...
                   একসাথে....
                                      মনে মনে