Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#  প্রতিযোগিতা ( ১৫ )
#  কবিতা : ।।  প্রকৃতি পুরাণ  ।।
#  কলমে  : বিকাশ গুঁই ।
#  তারিখ  : 04/07/20

আমার একটা শ্যামলা নদী ছিল ।
সকাল সন্ধ্যে সবসময় কলকল করে বইত।
পানসীর দাঁড় টেনে গান গাইতে শুরু করলে
ও কবিতা হয়ে যেত।

আর জোয়ারে গা…


#  প্রতিযোগিতা ( ১৫ )
#  কবিতা : ।।  প্রকৃতি পুরাণ  ।।
#  কলমে  : বিকাশ গুঁই ।
#  তারিখ  : 04/07/20

আমার একটা শ্যামলা নদী ছিল ।
সকাল সন্ধ্যে সবসময় কলকল করে বইত।
পানসীর দাঁড় টেনে গান গাইতে শুরু করলে
ও কবিতা হয়ে যেত।

আর জোয়ারে গা ভাসালে
ফুলেফুলে উঠত অভিমানে,
গলেগলে পড়ত ভালোবাসায়,
টেনে নিয়ে যেত মাঝদরিয়ার নাভিকুঞ্জে।
তারপর, উথালপাথাল ভালোবাসার পর
একসময় ঠিক ফিরিয়ে দিত উজানে।

পৃথিবীর কোন নদীর কথা
ওর জানা ছিল না। একদিন আমি ওকে
পৃথিবীর সব নদীর জীবনের কথা
শোনাতে লাগলাম ...

আস্তে আস্তে একটু একটু করে
ও একদিন শুকিয়ে গেল।

এখন ও বিস্তৃত, স্নিগ্ধ এক বালুচর।

                    * * * * * *