Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#বিভাগ_কবিতা
#শিরোনাম_নন্দিনী
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_০৩_০৭_২০

রাজার আগল থেকে বেরিয়ে যেদিন
ছুটে যেতে পারব আকাশের চেনা পথে,
খোঁপায় গুঁজে এক থোপা রক্তরঙা করবী ফুলে সেজে
চলে যেতে পারব…


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_১৫
#বিভাগ_কবিতা
#শিরোনাম_নন্দিনী
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_০৩_০৭_২০

রাজার আগল থেকে বেরিয়ে যেদিন
ছুটে যেতে পারব আকাশের চেনা পথে,
খোঁপায় গুঁজে এক থোপা রক্তরঙা করবী ফুলে সেজে
চলে যেতে পারব যেদিন তোমার সাথে,

যেদিন উঠব নন্দিনীর সাজে সজ্জিত হয়ে,
সেদিন সার্থক হবে এ নারী জনম।
বিশু পাগলাকে ভালোবেসে হারাব এ হৃদয়
সেটাই হবে আমার পাওয়া পরম।

যুগে যুগে এই নারী-হৃদয় চায় মুক্তি, স্বাধীনতা।
বন্ধন গ্ৰন্থি পেরিয়ে জীবনে ভরে উঠুক অনাবিলতা।।