Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

প্রতিযোগিতা-১৫-কবিতা
গদ্য কবিতা
শিরোনাম-রোদ চাই রোদ
কলমে স্মৃতি দত্ত
তারিখ   ৪/৭/২০

জেগে থাকি নিরঙ্কুশ অন্ধকারে
ঝিঁ ঝিঁ পোকার ডাক-ঘনরাত্রি
ছায়া ছায়া মৃদু আলো
হৃদয় খুঁড়ছে.....কারা!

তৃষ্ণায় জল ঢালে যে--
অন্য সে ফেরায় মুখ
ছেঁড়া কাঁ…


প্রতিযোগিতা-১৫-কবিতা
গদ্য কবিতা
শিরোনাম-রোদ চাই রোদ
কলমে স্মৃতি দত্ত
তারিখ   ৪/৭/২০

জেগে থাকি নিরঙ্কুশ অন্ধকারে
ঝিঁ ঝিঁ পোকার ডাক-ঘনরাত্রি
ছায়া ছায়া মৃদু আলো
হৃদয় খুঁড়ছে.....কারা!

তৃষ্ণায় জল ঢালে যে--
অন্য সে ফেরায় মুখ
ছেঁড়া কাঁথাটি আর ও এফোঁড় ও ফোঁড়

আর স্বাধিকারের জোরে
ওদের জলে শুধু পদ্ম আর পদ্ম

বারান্দার কোনে কোনে বনসাই
রোদ গনগনে আঁচ
ফেরিওয়ালা হাঁকে-
রোদ চাই?  রোদ?