Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা পর্ব - ২৬
বিভাগ - কবিতা
শিরোনাম "শ্রাবণ ধারা"
রচনা  - ১৯.০৭.২০২০ 
কলমে - বনশ্রী চৌধুরী
===============

অঝোরধারায় বৃষ্টি ঝরে শ্রাবণ বারিধারা,
অবিরামই ঝরে চলে অবাধ কান্তিকারা।
টুপটাপ শ…


দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা পর্ব - ২৬
বিভাগ - কবিতা
শিরোনাম "শ্রাবণ ধারা"
রচনা  - ১৯.০৭.২০২০ 
কলমে - বনশ্রী চৌধুরী
===============

অঝোরধারায় বৃষ্টি ঝরে শ্রাবণ বারিধারা,
অবিরামই ঝরে চলে অবাধ কান্তিকারা।
টুপটাপ শব্দে পাতার যেন ফোটে বর্ষা বাণী,
চারিদিকে ভাসছে মাটির সোঁদা গন্ধখানি।

ফুলের বনে বনোফুলে এসেছে আজ কুঁড়ি,
গান যে সাধে মনোবীণা বাজে কাচের চুড়ি।
শ্রাবণধারায় সকলদিকে ভাসছে চরাচরই,
ভাসলো নদী ডুবলো জলে দুখীজনের ঘরই।

বরষণের ঘনঘটায় আকাশ আছে ছেয়ে
মেঘে গর্জন গুরু গুরু ঝরছে ধারা বেয়ে।
তুমুল নাদে বর্ষা যখন প্রবল বেগে আসে,
দুরু দুরু বক্ষ তখন শঙ্কিত সন্ত্রাসে ।।