দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা।
বিভাগ--কবিতা
শিরোনাম:--কায়ার শিহরণ।
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর,আগরতলা,ত্রিপুরা।
তাং:--১৯/০৭/২০২০ ইং।
---------------------------------
দিনের শেষে সন্ধ্যা নামে,
উষ্ণতার আঁচে কামনার আবেগে…
দৈনিক প্রতিযোগিতা
সেরা কলম সম্মাননা।
বিভাগ--কবিতা
শিরোনাম:--কায়ার শিহরণ।
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর,আগরতলা,ত্রিপুরা।
তাং:--১৯/০৭/২০২০ ইং।
---------------------------------
দিনের শেষে সন্ধ্যা নামে,
উষ্ণতার আঁচে কামনার আবেগে,
নক্ষত্র খোঁজে রাতের আকাশে আভাকে।
অভিসারিকা চাঁদ আনমনে ছবি আঁকে,
ভালোবাসার অন্ধকার ঘুচিয়ে,
উন্মনা উন্মুখ অলীক ভাবনাতে।
অস্থিরতার জোৎস্না মেখে,
প্রেমের কোলাজ বেআব্রু উন্মোচনে,
ছায়ামূর্তির মিথ্যে আশ্বাস প্রতিহত করে।
বিরহ নেশায় অবেলায় বক্ষ বন্ধন খুলে,
একাকী আপন খেয়ালে যে ভাসতে জানে,
সেইতো বসন্ত কায়া প্রেমের শিহরণে।