Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কবিতা সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২৯
বিভাগ-গদ্য কবিতা
--------------
কবিতা ফিরে আসো
জাহাঙ্গীর চৌধুরী
তাং-২৮/৭/২০
-------------------------
দাবানল ভস্মিত দাবকে যেমন ;
ভাবা যায়না সবুজ বনানী,
জলযৌবন শূন্য নদীকেও
বলা যায়না…


দৈনিক সেরা কবিতা সম্মাননা প্রতিযোগিতা পর্ব -২৯
বিভাগ-গদ্য কবিতা
--------------
কবিতা ফিরে আসো
জাহাঙ্গীর চৌধুরী
তাং-২৮/৭/২০
-------------------------
দাবানল ভস্মিত দাবকে যেমন ;
ভাবা যায়না সবুজ বনানী,
জলযৌবন শূন্য নদীকেও
বলা যায়না রূপসী স্রোতস্বিনী।
অমানিশা নহে পূর্ণিমা নিশা,
পূর্ণিমাও হয়না অমাবস্যা।
তবুও দর্পে সুগন্ধকে বলি দুর্গন্ধ,
অনুপমকে বলি মন্দ।
দুর্জনকে সুজন বলে বাজাই তালি।
আপন চরিত্র করে জলাঞ্জলি।
এতো কলুষেও নিজেকে ভাবি ফুলকলি।
কবিত্ব না থাকলেও কবি বলি।
কবিতা আজ দিগম্বর,হারিয়েছে রাজদরবার,
হাঁটে অলিগলি পথে,নেই অঙ্গদ সার।
অনুরতের অবস্থান এখন দূরে দূরে।
কবিতা ফিরে আসো অঙ্গদে রাজদরবারে।।