Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উদযাপিত জেলা জুড়ে

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উদযাপিত হল জেলা জুড়ে। তবে বুধবার অবশ্য সব ক্ষেত্রেই লকডাউন এর স্বাস্থ্যবিধি মেনেই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়।

এদিন সকালে বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির তমলুক শাখার পক্ষ…



 ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উদযাপিত হল জেলা জুড়ে। তবে বুধবার অবশ্য সব ক্ষেত্রেই লকডাউন এর স্বাস্থ্যবিধি মেনেই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়।

এদিন সকালে বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির তমলুক শাখার পক্ষ থেকে প্রথমে শহরের বৈকুন্ঠসরোবর পাড়ে বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনী ভবনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর তমলুক আদালত চত্বরে বিদ্যাসাগরের মূর্তি মাল্যদান সংক্ষিপ্ত আলোচনা এবং বিদ্যাসাগরকে নিয়ে রচিত সংগীত পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন তমলুক শাখা সম্পাদক শিক্ষক সতীশ সাউ, তপন জানা ,অধ্যাপক সঞ্জীব কুইলা ,সুমিত রাউত, চন্দনা দাস, মৌমিতা প্রামানিক ,তরুণ ঘোড়াই ,স্বপন মণ্ডল এবং তমলুক উইমেন্স কালচারাল ফোরামের সদস্যবৃন্দ।

মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী কমিটির উদ্যোগে আজ ২৯ জুলাই বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবসে জেলার পাঁশকুড়া, ভোগপুর,কোলাঘাট, মেছেদা,সাগরবাড় প্রভৃতি স্হানে প্রতিকৃতিতে মাল্যদান,উদ্ধৃতি পাঠ,ব্যাজ ধারণ,সঙ্গীত,আবৃত্তি প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী কমিটির যুগ্ম সম্পাদক শ্রীমতী রীতা প্রধান ও সুজিত মাইতি বলেন, লকডাউন পরিস্থিতিতে জেলার সর্বত্র ঘরে-ঘরে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে।