Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

তারিখ-০৩/০৭/২০২০
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা-১৪
কবিতার নাম-হঠাৎ সন্ধ্যা নামে
কবি-রঞ্জন রায়
হঠাৎ সন্ধ্যা নামে
বর্ষার বিলাবল ঠাটে
ঝিল্লি মুখর হয় রজনীর রোনাজারি
রিমঝিম রবে।
নদীর কিনার ঘেঁষে দমকা হাওয়ায়
এলোমেলো চুল ওড়ে অভি…


তারিখ-০৩/০৭/২০২০
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা-১৪
কবিতার নাম-হঠাৎ সন্ধ্যা নামে
কবি-রঞ্জন রায়
হঠাৎ সন্ধ্যা নামে
বর্ষার বিলাবল ঠাটে
ঝিল্লি মুখর হয় রজনীর রোনাজারি
রিমঝিম রবে।
নদীর কিনার ঘেঁষে দমকা হাওয়ায়
এলোমেলো চুল ওড়ে অভিসারিকার।
আকাশ গঙ্গা জুড়ে
বিজলি কন্যা যেন উঁকি দেয় মাঝে মাঝে।
দেয়া ডাকে দ্রিমদ্রিম
ভীষণ বজ্রানলে চেয়ে দেখি
হিরণ্ময় মেয়েটির রূপের ঝলক।
শ্রাবণের নীলিমায় সাগরের বান ডাকে।
টিনের চালের পরে বয়ে চলে অবিরাম
ভৈরবী রাগের সুর,রসময় তান।
বাতায়নে বসে বসে বিদ্যুৎ আলোকে দেখি
অপরূপা মেয়েটির হীরামোতি মুখ।
পলক পড়ে না চোখে
অস্ফুট তীক্ষ্ণ স্বরে ডেকে উঠি তারে
চম্পাবতী বলে।
দ্বার উন্মোচিত করে ছুটে আসি অন্ধকারে বর্ষার অমৃতের ধারার পতনে।
যতনে হাতটি ধরে বলি তারে
"কেন তুমি অন্ধকারে চুপিচুপি অভিসারে এলে?"
বিজলি ঝলকে দিয়ে মধুময় হাসি
বললে মৃদুস্বরে,
"যতদিন এমনি রাত
বর্ষা মুখর হয়ে ডাকবে আমায়
চিরন্তন অভিসারে প্রেম হয়ে দেখা দেবো
অনামিকা মেয়ে।