দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব - ১৪
বিভাগ কবিতা
শিরোনাম #অস্ত্র
কলমে - বিপুল পাল চৌধুরী
03/07/2020
পাথর উত্তরণ হতে হতে অত্যাধুনিক,
হিরোশিমা-নাগাসাকি বোমা পারমাণবিক,
অমানবিক।
বিশ্বমত হলে সক্রিয়
তেজস্ক্রিয় …
দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব - ১৪
বিভাগ কবিতা
শিরোনাম #অস্ত্র
কলমে - বিপুল পাল চৌধুরী
03/07/2020
পাথর উত্তরণ হতে হতে অত্যাধুনিক,
হিরোশিমা-নাগাসাকি বোমা পারমাণবিক,
অমানবিক।
বিশ্বমত হলে সক্রিয়
তেজস্ক্রিয় হবেই নিষ্ক্রিয় ।
যুদ্ধ - সহস্র
মৃত্যু - অজস্র
উদ্ভাস্তু অসংখ্য ।
শতবার পৃথিবী ধ্বংস ক্ষমতা নিয়ে সুপ্ত,
উষ্ণ-শীতল সম্পর্ক, রণ কৌশল গুপ্ত।
এখনও না হলে তৎপর
শেষের শেষ দিন ভয়ংকর ।